Saturday, November 22, 2025

বেলাগাম ঘৃণা ভাষণ, শুভেন্দুর ভিডিও-সহ হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকের

Date:

Share post:

কখনও ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ তো কখনও ধর্মীয় উস্কানি। পুলিশ থেকে শুরু করে মহিলা মুখ্যমন্ত্রীকেও অকথ্য ভাষায় গালিগালাজ। বেলাগাম রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারীর ঘৃণা ভাষণের এমনই ২ মিনিটের ভিডিও তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আদালতের তরফে বারবার তাঁকে রক্ষাকবচ দেওয়ার বিষয়টি তুলে অভিষেকের প্রশ্ন, কী করে এই সব মন্তব্যের পরেও শুভেন্দু বার বার রক্ষাকবচ পেয়ে যান?

শুক্রবার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে শুভেন্দুর ঘৃণা ভাষণের ২ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে কবে, কার সম্পর্কে শুভেন্দু কী মন্তব্য বা বিশেষণ ব্যবহার করেছিলেন। তা তুলে ধরা হয়েছে, ভিডিওতে মমতাকে উদ্দেশ্য করে বেগম বলতে শোনা যাচ্ছে শুভেন্দুকে। কখনও বা তিনি রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মন্ত্রী বিরবাহা হাঁসদাকে বলেছিলেন জুতার তলায় রাখি। কোনও পুলিশকে হুমকি, আবার কখনও ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ। এই ভিডিও তুলে ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “দু’মিনিটের এই ভিডিয়োটি দেখুন। সাক্ষী হোন, কী ভাবে বিজেপি বাংলার মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে। অনেক আবেদনের পরেও কলকাতা হাই কোর্ট এই ব্যক্তিকে রক্ষাকবচ দিয়ে রেখেছে।” পাশাপাশি প্রশ্ন তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, “কারা এই ধর্মান্ধতা, ঘৃণা ছড়াচ্ছে? কী এমন আছে, যে কারণে কলকাতা হাই কোর্ট তাঁকে (শুভেন্দুকে) রক্ষাকবচ দিতে বাধ্য হয়?”

পাশাপাশি ওই ভিডিওতে দেখা গিয়েছে, সন্দেশখালিতে শিখ আইপিএস অফিসার যশপ্রীত সিংয়ের উদ্দেশ্যে শুভেন্দুর খালিস্তানি মন্তব্য। যাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এই ভিডিওতে অভিষেক বুঝিয়ে দিয়েছেন শুভেন্দুর এহেন মন্তব্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ধারাবাহিক ভাবেই তিনি বিভিন্ন মানুষ, সম্প্রদায় সম্পর্কে এ হেন মন্তব্য করে আসছেন। এর আগেও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্পর্কে ছাপার অযোগ্য অশ্লীল ভাষায় আক্রমণ করেছিলেন শুভেন্দু। যা নিয়ে বিতর্ক শুরু হতেই শুভেন্দু জানায়, বাংলায় বোকার প্রতিশব্দ হিসাবে সেই শব্দ ব্যবহৃত হয়। শুভেন্দুর সেই সব মন্তব্য তুলে ধরা হয়েছে অভিষেকের এই ভিডিওতে।

spot_img

Related articles

SIR-এ কাজের চাপ: এবার আত্মহত্যায় বাধ্য হলেন মোদির রাজ্যের BLO!

বাংলায় বারবার ইনিউমারেশন ফর্ম বিলি থেকে ডিজিটাইজেশনের কাজ নিয়ে চাপের অভিযোগ করেছেন বুথ লেভেল অফিসাররা। আত্মহত্যার উদাহরণও রয়েছে...

শহর থেকে জেলা, একাধিক জেলায় আগুনে পুড়ে ছাই ব্যবসায়িক প্রতিষ্ঠান

শুক্রবার রাতে রাজ্যের একাধিক জেলায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো। সবথেকে বড় আগুন লাগার ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরে...

নির্বাচন কমিশনের প্রবল চাপ: রাজ্যের ফের আত্মঘাতী মহিলা বিএলও

রাজ্যে ফের আত্মঘাতী বিএলও। আবার দায়ী নির্বাচন কমিশন। শুক্রবার নতুন করে বিএলও-দের ডিজিটাইজেশনের কাজ করার সময়সীমা কমিয়ে দেওয়ার...

নিউটাউনে বেপরোয়া অ্যাপ ক্যাব: সাত সকালে দুর্ঘটনায় আহত ৬

সাত সকালে নিউটাউনে অ্যাপ ক্যাব দৌরাত্ম্য। বেপরোয়া ক্যাবের ধাক্কায় আহত হলেন ৫ পথচারী। গুরুতর আহত হলেন অ্যাপ ক্যাব...