Saturday, November 1, 2025

বেলাগাম ঘৃণা ভাষণ, শুভেন্দুর ভিডিও-সহ হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকের

Date:

Share post:

কখনও ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ তো কখনও ধর্মীয় উস্কানি। পুলিশ থেকে শুরু করে মহিলা মুখ্যমন্ত্রীকেও অকথ্য ভাষায় গালিগালাজ। বেলাগাম রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারীর ঘৃণা ভাষণের এমনই ২ মিনিটের ভিডিও তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আদালতের তরফে বারবার তাঁকে রক্ষাকবচ দেওয়ার বিষয়টি তুলে অভিষেকের প্রশ্ন, কী করে এই সব মন্তব্যের পরেও শুভেন্দু বার বার রক্ষাকবচ পেয়ে যান?

শুক্রবার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে শুভেন্দুর ঘৃণা ভাষণের ২ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে কবে, কার সম্পর্কে শুভেন্দু কী মন্তব্য বা বিশেষণ ব্যবহার করেছিলেন। তা তুলে ধরা হয়েছে, ভিডিওতে মমতাকে উদ্দেশ্য করে বেগম বলতে শোনা যাচ্ছে শুভেন্দুকে। কখনও বা তিনি রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মন্ত্রী বিরবাহা হাঁসদাকে বলেছিলেন জুতার তলায় রাখি। কোনও পুলিশকে হুমকি, আবার কখনও ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ। এই ভিডিও তুলে ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “দু’মিনিটের এই ভিডিয়োটি দেখুন। সাক্ষী হোন, কী ভাবে বিজেপি বাংলার মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে। অনেক আবেদনের পরেও কলকাতা হাই কোর্ট এই ব্যক্তিকে রক্ষাকবচ দিয়ে রেখেছে।” পাশাপাশি প্রশ্ন তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, “কারা এই ধর্মান্ধতা, ঘৃণা ছড়াচ্ছে? কী এমন আছে, যে কারণে কলকাতা হাই কোর্ট তাঁকে (শুভেন্দুকে) রক্ষাকবচ দিতে বাধ্য হয়?”

পাশাপাশি ওই ভিডিওতে দেখা গিয়েছে, সন্দেশখালিতে শিখ আইপিএস অফিসার যশপ্রীত সিংয়ের উদ্দেশ্যে শুভেন্দুর খালিস্তানি মন্তব্য। যাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এই ভিডিওতে অভিষেক বুঝিয়ে দিয়েছেন শুভেন্দুর এহেন মন্তব্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ধারাবাহিক ভাবেই তিনি বিভিন্ন মানুষ, সম্প্রদায় সম্পর্কে এ হেন মন্তব্য করে আসছেন। এর আগেও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্পর্কে ছাপার অযোগ্য অশ্লীল ভাষায় আক্রমণ করেছিলেন শুভেন্দু। যা নিয়ে বিতর্ক শুরু হতেই শুভেন্দু জানায়, বাংলায় বোকার প্রতিশব্দ হিসাবে সেই শব্দ ব্যবহৃত হয়। শুভেন্দুর সেই সব মন্তব্য তুলে ধরা হয়েছে অভিষেকের এই ভিডিওতে।

spot_img

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...