Wednesday, August 20, 2025

চাকরির নামে প্রতারিত, রাশিয়ার হয়ে যুদ্ধে ভারতীয়রা, স্বীকার করল কেন্দ্র

Date:

চাকরি দেওয়ার নাম করে ভারতীয়দের রাশিয়া নিয়ে গিয়ে পাঠানো হয়েছে যুদ্ধে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর এমনই তথ্য। শুক্রবার এহেন ঘটনার সত্যতা স্বীকার করে নিল কেন্দ্রীয় সরকার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে। এনিয়ে সংশ্লিষ্ট রুশ কর্তাদের সঙ্গে আলোচনা করছে ভারতীয় দূতাবাস।

সম্প্রতি চাকরির নামে তেলেঙ্গানা ও কর্নাটক থেকে ৪ যুবককে রাশিয়া নিয়ে গিয়ে যোগ দেওয়ানো হয় ওয়াগনার বাহিনীর সেনাদলে। প্রতারিত হয়ে ওই চার যুবক ভিডিও বার্তা পাঠান তাঁদের পরিবারের কাছে। তার দিন দুই আগেই এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি চাঞ্চল্যকর অভিযোগ এনে বলেছিলেন, রাশিয়ার হয়ে যুদ্ধে নামানো হচ্ছে ভারতীয়দের। এই পরিস্থিতিতেই শুক্রবার বিবৃতি দেয় দেশের বিদেশমন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা জানতে পেরেছি কয়েকজন ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। তাঁরা যুদ্ধে সহকারী হিসাবে কাজ করছে। বিষয়টি নজরে আসতেই সংশ্লিষ্ট রুশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। তাঁদের দ্রুত মুক্তির বিষয়ে প্রতিনিয়ত কথা বলা হচ্ছে। আমরা সমস্ত ভারতীয়দের অনুরোধ জানাচ্ছি, যথাযথ সতর্কতা অবলম্বন করুন। লড়াই থেকে দূরে থাকুন।”

অভিযোগ উঠেছিল, এক ইউটিউবারের ফাঁদে পা দিয়েছেন বেশ কয়েকজন। কীভাবে বিদেশে চাকরি মিলবে, সেই নিয়ে ভিডিও তৈরি করেন অভিযুক্ত ইউটিউবার। তেলেঙ্গানা, গুজরাট, কর্নাটক, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্য থেকে তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয় ইউরোপে চাকরি পাইয়ে দেওয়া হবে। ভারতীয় এজেন্টরাই তাঁদের রাশিয়ায় পৌঁছে দেন। জানানো হয় নির্মাণশ্রমিক হিসাবে কাজ করতে হবে। এভাবে রাশিয়া নিয়ে গিয়ে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয় ওই ভারতীয়দের। এরপর মাস কয়েক আগে নামিয়ে দেওয়া হয় যুদ্ধে। এই যুদ্ধে গিয়ে এক ভারতীয়ের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। অনেকের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ করতে পারছে না তাঁদের পরিবার। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উদ্বিগ্ন। অবশ্য এই ঘটনার কথা মেনে নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিল কেন্দ্র।

Related articles

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...
Exit mobile version