Saturday, November 15, 2025

জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন, এসটি কমিশনের পরে আজ জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission is in Sandeshkhali today) টিম সন্দেশখালিতে। সকাল সাড়ে নটা নাগাদ ধামাখালি থেকে পুলিশের বোটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এই টিম রওনা দেয়। পাঁচ থেকে ছয় জন সদস্য রয়েছেন এই দলে, যার মধ্যে মহিলারাও রয়েছেন বলে জানা যাচ্ছে।

সন্দেশখালিতে যথেষ্ট সদর্থক ভূমিকা নিয়েছে প্রশাসন। রাজ্য পুলিশের ডিজি সেখানে পৌঁছে লোকাল পুলিশ এমনকি সিভিক ও মহিলা পুলিশের সঙ্গেও কথা বলে সকলকে আশ্বস্ত করেছেন। দোষীদের রেয়াত করা হবে না বলেও জানিয়েছেন রাজীব কুমার। কিন্তু ভোটের আগে তৃণমূল বিরোধীরা রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী করতে বারবার সন্দেশখালিতে গিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরীর চেষ্টা করছেন। যেখানে উত্তরপ্রদেশ বা মনিপুরে নারী নির্যাতনের কোনও ঘটনা ঘটলে মুখে কুলুপ এঁটে রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে সন্দেশখালিতে শান্ত পরিবেশে বারবার কেন্দ্রীয় টিম পাঠিয়ে বিজেপির ঘোলা জলে মাছ ধরার চেষ্টা বেশ স্পষ্ট, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ধীরে ধীরে ছন্দে ফিরছে সন্দেশখালি। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে যা যা আশ্বাস দেওয়া হয়েছিল তা একে একে পূরণ করা হচ্ছে। সন্দেশখালিতে যাঁদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হয়েছিল তাঁদের জমি ফেরত দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং বৃহস্পতিবার ৯ জন জমি পেয়েও গেছেন বলে খবর। এই অবস্থায় কখনও শুভেন্দু অধিকারী কখনও সুকান্ত মজুমদার আবার কখনও বাম প্রতিনিধিরা সন্দেশখালি পৌঁছে গন্ডগোল পাকানোর চেষ্টা করে যাচ্ছেন। আজ বিজেপির মহিলা প্রতিনিধি দলও যাবেন বলে খবর।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version