Monday, December 15, 2025

হাওড়ায় গেরুয়া নেতার দেহব্যবসা চক্র, বিজেপিকে কটাক্ষ করে সরব সায়নী

Date:

Share post:

সন্দেশখালিতে অশান্তি জিইয়ে রাখতে তৎপর বঙ্গ বিজেপি। রাজনৈতিকভাবে দেউলিয়া গেরুয়া শিবির শান্ত সন্দেশখালিকে অশান্ত করতে লাগাতার উস্কানি দিয়ে চলেছে। সন্দেশখালিতে উস্কানির আগুন জ্বালাতে তৎপর বিজেপিকে এবার কড়া আক্রমণ শানালেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। হাওড়ায় বিজেপির নেতা সব্যসাচী ঘোষের নেতৃত্বে দেহ ব্যবসা চালানোর ঘটনা তুলে সরব হলেন সায়নী।

শুক্রবার সন্দেশখালিতে উস্কানি দিতে বেড়মজুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। যদিও তাঁদের কলকাতাতেই আটকে দেয় পুলিশ। এই ঘটনায় সরব হতে দেখা যায় বিজেপির আইটি সেলকে। বিজেপির অমিত মালব্য টুইটারে লেখেন, বিজেপি নেতৃত্বের সন্দেশখালি সফর আটকাতে যে শক্তি খরচ করছে পুলিশ, তার অর্ধেক যদি সন্দেশখালিতে খরচ করত তাহলে শাহজাহান গ্রেফতার হত। বিজেপির এই টুইটের পাল্টা টুইট করেন সায়নী ঘোষ। তিনি লেখেন, “আপনি কি জানেন যে আপনাদের বিজেপি নেতা সব্যসাচী ঘোষ হাওড়ায় নাবালিকা মেয়েদের দিয়ে দেহব্যবসা চালাচ্ছেন। আমরা কি এমন আশা করতে পারি যে আপনাদের দলের নেতারা সেখানকার নির্যাতিতাদের সঙ্গে দেখা করবেন ও এই ঘটনায় তদন্তের দাবি জানাবেন?”

উল্লেখ্য, গোপন সূত্র মারফত খবর পেয়ে বুধবার সন্ধ্যায় সাঁকরাইলের ধূলাগড়ে ১১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেল থেকে ১১ জনকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন হোটেলের মালিক এবং আন্দুলের বাসিন্দা সব্যসাচী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তাঁর দলবল দীর্ঘ দিন ধরে ওই হোটেলে নাবালিকা মেয়েদের এনে দেহব্যবসা চালাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে দু’জন নাবালিকা ও চার জন প্রাপ্তবয়স্ক মহিলাকেও উদ্ধার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মানবপাচার এবং পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। মহিলাদের উদ্ধার করে পাঠানো হয় লিলুয়া হোমে। দু’জন নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের বৃহস্পতিবার হাওড়া আদালতের পকসো এজলাসে হাজির করানো হয়। ওই হোটেলের মালিক ও ম্যানেজারের সাত দিনের পুলিশি হেফাজত হয়েছে। বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

তবে ঘটনার কথা প্রকাশ্যে আসার পর মুখের কালি ঢাকতে দলের হাওড়া সদর সাংগঠনিক জেলার কিসান মোর্চার সম্পাদক সব্যসাচীকে ছেঁটে ফেলতে মরিয়া বিজেপি। দাবি করা হচ্ছে, কোনও পদে থাকা তো দূরের কথা, ধৃতের সঙ্গে দলের কোনও যোগই নেই। যদিও চলতি মাসে হাওড়া সদরে বিজেপি পদাধিকারীদের যে তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে নাম ছিল সব্যসাচীর। সব্যসাচীকে এর আগে বিজেপি নেতা বলেই জানিয়েছিলেন দলেরর হাওড়া সদরের সম্পাদক ওমপ্রকাশ সিং। কিন্তু শুক্রবার হাওড়া সদর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য দাবি করেন, দলের সঙ্গে সব্যসাচীর কোনও সম্পর্ক নেই।

spot_img

Related articles

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...

রেকর্ড ভিড়ের আশঙ্কায় গঙ্গাসাগরে রিস্ট ব্যান্ড! ভিআইপি সংস্কৃতিতে না মুখ্যমন্ত্রীর

এবার কুম্ভ মেলা না হওয়ায় গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন।...

জলসীমায় ঢুকে হামলার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর বিরুদ্ধে, নিখোঁজ ৫ মৎস্যজীবী

ভারতের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারে ধাক্কার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর (Bangladeshi Navy Allegation)। ঘটনায় কাকদ্বীপের এফবি পারমিতা -১১...