Wednesday, November 5, 2025

গোমাংস নিয়ে বাসে ওঠার খেসারত! তামিলনাড়ুতে সরকারি বাস থেকে টেনে নামানো হল দলিত মহিলাকে 

Date:

গোমাংস নিয়ে বাসে ওঠার অপরাধ! আর সেই দোষেই একেবারে সরকারি বাস (Govt Bus) থেকে টেনে, হিঁচড়ে নামিয়ে দেওয়া হল এক দলিত বয়স্ক মহিলাকে (Dalit Women)। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে তামিলনাড়ু (Tamil Nadu)। ইতিমধ্যে মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে ওই সরকারি বাসের চালক (Driver ) ও কনডাক্টরের (Conductor) বিরুদ্ধে তফসিলি জাতি এবং আদিবাসী আইনে মামলা করেছে পুলিশ। পাশাপাশি নিজেদের দোষ ঢাকতে তামিলনাড়ুর পরিবহন সংস্থার তরফে দুজনকে সাসপেন্ড করা হয়েছে। শুরু হয়েছে অন্তর্বর্তী তদন্তও। তবে সময় যত গড়াচ্ছে বিশেষ করে ডবল ইঞ্জিন বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিতদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। তবে এবার সেই পথেই হাঁটল এম কে স্ট্যালিন সরকারও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার বয়স ৫৯ বছর। ঘটনার দিন তিনি বার বার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে বাসের পরবর্তী স্টপ পর্যন্ত যেতে দেওয়া হয়নি। বদলে তাঁকে নামিয়ে দেওয়া হয় এমন একটি জায়গায়, যা একেবারেই নিরাপদ ছিল না। মহিলার অভিযোগ, তিনি দলিত সম্প্রদায়ভুক্ত বলেই তাঁর সঙ্গে এমন আচরণ করা হয়েছে। গত ছ’মাস ধরেই তিনি ওই সরকারি বাসে যাতায়াত করছেন।

মহিলার আরও অভিযোগ, হারুর থেকে গোমাংস কিনে কৃষ্ণগিরি সিটিতে বিক্রি করতে যান তিনি। পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, প্রথম থেকেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন ওই কন্ডাক্টর। তবে সেই দিন বচসার পর গায়ের জোরেই তাঁকে বাস থেকে মাঝপথে নামিয়ে দেন ওই সরকারি বাসের কন্ডাক্টর।

Related articles

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...
Exit mobile version