Friday, November 7, 2025

গোমাংস নিয়ে বাসে ওঠার খেসারত! তামিলনাড়ুতে সরকারি বাস থেকে টেনে নামানো হল দলিত মহিলাকে 

Date:

গোমাংস নিয়ে বাসে ওঠার অপরাধ! আর সেই দোষেই একেবারে সরকারি বাস (Govt Bus) থেকে টেনে, হিঁচড়ে নামিয়ে দেওয়া হল এক দলিত বয়স্ক মহিলাকে (Dalit Women)। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে তামিলনাড়ু (Tamil Nadu)। ইতিমধ্যে মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে ওই সরকারি বাসের চালক (Driver ) ও কনডাক্টরের (Conductor) বিরুদ্ধে তফসিলি জাতি এবং আদিবাসী আইনে মামলা করেছে পুলিশ। পাশাপাশি নিজেদের দোষ ঢাকতে তামিলনাড়ুর পরিবহন সংস্থার তরফে দুজনকে সাসপেন্ড করা হয়েছে। শুরু হয়েছে অন্তর্বর্তী তদন্তও। তবে সময় যত গড়াচ্ছে বিশেষ করে ডবল ইঞ্জিন বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিতদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। তবে এবার সেই পথেই হাঁটল এম কে স্ট্যালিন সরকারও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার বয়স ৫৯ বছর। ঘটনার দিন তিনি বার বার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে বাসের পরবর্তী স্টপ পর্যন্ত যেতে দেওয়া হয়নি। বদলে তাঁকে নামিয়ে দেওয়া হয় এমন একটি জায়গায়, যা একেবারেই নিরাপদ ছিল না। মহিলার অভিযোগ, তিনি দলিত সম্প্রদায়ভুক্ত বলেই তাঁর সঙ্গে এমন আচরণ করা হয়েছে। গত ছ’মাস ধরেই তিনি ওই সরকারি বাসে যাতায়াত করছেন।

মহিলার আরও অভিযোগ, হারুর থেকে গোমাংস কিনে কৃষ্ণগিরি সিটিতে বিক্রি করতে যান তিনি। পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, প্রথম থেকেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন ওই কন্ডাক্টর। তবে সেই দিন বচসার পর গায়ের জোরেই তাঁকে বাস থেকে মাঝপথে নামিয়ে দেন ওই সরকারি বাসের কন্ডাক্টর।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version