Tuesday, November 4, 2025

চড়িয়াল সেতুর পরে মহেশতলায় জলপ্রকল্পের উদ্বোধন করবেন অভিষেক

Date:

চড়িয়াল সেতুর পরে বজবজ ট্রাঙ্ক রোড ও মহেশতলায় ৪০ মিলিয়ন গ্যালন জলপ্রকল্পের উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার চড়িয়াল সেতুর উদ্বোধন করেই অভিষেক জানিয়ে ছিলেন, আবার ৬ দিন পরে তিনি আসবেন। মহেশতলায় জলপ্রকল্প ও উড়ালপুলের নীচের রাস্তা উদ্বোধন করবেন তিনি। সেইমতো রবিবার বজবজ ট্রাঙ্ক রোড ও মহেশতলায় ৪০ মিলিয়ন গ্যালন জলপ্রকল্পের উদ্বোধন করতে যাচ্ছেন সাংসদ।

তিনি কথা দিলে, কথা রাখেন। সেই কথা এখন জেনে গিয়েছেন বাংলার মানুষ। চড়িয়ালবাসীর দাবি মেনে একের পর এক উন্নয়নমূলক কাজের সূচনা করেছেন অভিষেক (Abhishek Banerjee)। প্রতিশ্রুতি মতোই মহেশতলায় উড়ালপুলের নীচের রাস্তারও উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের দুবারের সাংসদ। ৫৭ বছর ধরে বিরোধী দলের সাংসদ-বিধায়করা যে সমস্যার সমাধান করতে পারেননি, সেই কাজ ৫ বছরে করে দেখিয়েছেন অভিষেক। চড়িয়াল সেতু উদ্বোধন করে কথা রেখেছেন তিনি। এর আগে ডায়মন্ড হারবারকে মডেল করে তিনি ৭০ হাজার বয়স্ক মানুষকে ভাতা দিয়েছিলেন। তারপর তা চালু হয়েছিল রাজ্যে।

এরপর চড়িয়ালবাসীর দাবি পূরণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্পের উদ্বোধন করে চলেছেন। গত ১০ বছরে ডায়মন্ড হারবারে উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিষেক জানিয়েছিলেন, গত ১০ বছরে ৫ হাজার ৫০০ কোটি টাকার কাজ আমরা করেছি। ১২ মাসের হিসেবে তা ৫৫৮ কোটি টাকার কাজ। আর প্রতিদিনের হিসেবে ১ কোটি ৫৫ লক্ষ টাকার কাজ ।



Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version