Friday, July 4, 2025

পাকিস্তানকে ঋণ দেওয়া বন্ধ হোক: জেলে বসেই আন্তর্জাতিক সংস্থাকে চিঠি ইমরানের

Date:

পাক নির্বাচনী কারচুপির অভিযোগ তুলেছিলেন আগেই, এবার জেলে বসেই ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ডকে চিঠি পাঠালেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে আবেদন জানালেন, পাকিস্তানকে নতুন কোনও ঋণ দেওয়ার আগে যেন অডিট করা হয় জাতীয় নির্বাচনের ফলাফল। সব মিলিয়ে জেলবন্দি থাকা অবস্থাতেই ইমরানের এহেন তৎপরতায় বিপাকে পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সংবাদ সংস্থা এএনআই-তে প্রকাশিত এক প্রতিবেদনে ইমরানের এই তৎপরতার কথা তুলে ধরা হয়েছে। ইমরান নিজেও স্বীকার করেছেন সেই চিঠি পাঠানোর কথা। কিন্তু দেশের ঋণ আটকাতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর এই তৎপরতা প্রসঙ্গে ইমরান বলেন, দেশের যা আর্থিক হাল, এই অবস্থায় যদি পাকিস্তান নতুন করে ঋণ নেয়, তাহলে সেই ঋণের টাকা ফেরত দেবে কে? ইমরানের আশঙ্কা, এই অবস্থায় যদি নতুন করে ঋণ দেওয়া হয়, তাহলে ইসলামাবাদের উপর আরও চাপ বাড়বে এবং একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পাকিস্তানের দারিদ্র।

অবশ্য সংবাদমাধ্যম সূত্রের খবর, ইমরান খান চিঠি পাঠালেও ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ড পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। তাঁরা প্রাক্তন প্রধানমন্ত্রীকেও খুব একটা গুরুত্ব দিতে রাজি নয়। পাশাপাশি ইমরানের এই চিঠির বিরোধিতায় সরব হয়েছে নতুন সরকারের পাশাপাশি প্রাক্তন অর্থমন্ত্রী ইশাক দার। জাতীয় স্বার্থের বিরোধিতা করে ইমরানের এহেন পদক্ষেপের তীব্র নিন্দা করা হয়েছে।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version