পারস্পরিক বৃদ্ধির দিশা দেখাল ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সম্মেলন

ক্যালকাটা চেম্বার অফ কমার্স এবং পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা পর্ষদের দ্বারা আয়োজিত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্মেলন। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যালকাটা চেম্বার অফ কমার্সের সভাপতি শ্রী হরি শঙ্কর হালওয়াসিয়া; পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় প্রধান সচিব মনীশ জৈন; শ্রী সিমেন্ট লিমিটেডের এমডি হরি মোহন বাঙ্গুর; সেঞ্চুরি প্লাইবোর্ড লিমিটেডের চেয়ারম্যান সজ্জন ভজাঙ্কা; লক্সমী টি কোম্পানি প্রাইভেট লিমিটেড-এর এমডি রুদ্র চ্যাটার্জি; আইআইএম কলকাতার ডিরেক্টর-ইন-চার্জ প্রফেসর শৈবাল চট্টোপাধ্যায়; এবং কলকাতা চেম্বার অফ কমার্স-এর শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কমিটির চেয়ারম্যান শ্রী কে কে কেজরিওয়াল সহ আরও অনেকে। এদিনের সম্মেলনে মূলত ভারতের অর্থনৈতিক বৃদ্ধির জন্য কর্মী বাহিনী প্রস্তুত করার ক্ষেত্রে সহযোগিতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করার তাৎপর্যের উপর আলোচনা হয়।

আরও পড়ুন- টেকনো ইন্ডিয়ার উদ্যোগে বসন্ত সন্ধ্যায় নানা ভাষায় গীতাঞ্জলির ছন্দ! জমজমাট রবীন্দ্রসদন 

 

Previous articleরাঁচিতে খেলতে নেমে নজির গড়লেন যশস্বী
Next article‘রহস্যময় রূপান্তর’, উৎপল সিনহার কলম