Thursday, November 6, 2025

এখনই পিছু ছাড়বে না বৃষ্টি! শনিবারও ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

Date:

বসন্তেও পিছু ছাড়ছে না বৃষ্টি (Rain)। কখনও বাড়ছে তাপমাত্রা (Temperature), আবার কখনও আচমকা নেমে যাচ্ছে। এরই মধ্যে দোসর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে শনিবারও রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office)। পাশাপাশি জানানো হয়েছে, এদিন জেলায় জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তবে উপকূলের জেলাগুলিতে বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এদিন সাফ জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব ক’টি জেলাতেই বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। হাওয়া অফিস জানাচ্ছে, মূলত সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর সেকারণেই আবহাওয়ার এমন খামখেয়ালিপনা। পূর্বাভাস বলছে, শনিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সন্ধের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে শহর। পাশাপাশি দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে।

এদিকে রবিবার থেকে ফের হাওয়াবদল হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে। ধীরে ধীরে কমবে বাতাসের আর্দ্রতা। তবে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, দুর্যোগের মেঘ ঘনাচ্ছে। আর সেকারণেই মঙ্গলবার অবধি বৃষ্টি চলবে কয়েকটি জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গেরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version