বাইপাসের ধারে আনন্দপুর (Anandapur Area) এলাকায় ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন পৌঁছে গেছে। বেসরকারি হাসপাতালের কাছে, মাঠে যে ঝুপড়ি রয়েছে সেখানে সকাল ১১ টা নাগাদ আগুন লেগেছে বলে খবর। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর নেই তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও দমকলের ইঞ্জিন কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। কালো ধোয়ায় চারপাশ ঢেকে গেছে, একের পর এক ঘর পুড়ে ছাই। আতঙ্কে স্থানীয়রা।

মাত্র পাঁচ মিনিটের মধ্যে সব শেষ , কান্নায় ভেঙে পড়েছেন ঝুপড়িবাসিরা। প্রায় শতাধিক বাসস্থান চোখের নিমেষে ভস্মীভূত হয়ে গেছে। পরপর বিস্ফোরণে জেরে কেঁপে ওঠে এলাকা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড , যাবতীয় ডকুমেন্টস সবই আগুনের গ্রাসে। হাওয়ার বেগ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে স্থানীয় সূত্রে খবর। বারোটা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসার খবর মিলেছে।
