Saturday, November 15, 2025

মোদি জমানায় হু হু করে বেড়েছে গ্রাম ও শহরের মাসিক গৃহস্থালির খরচ !

Date:

মোদি জমানায় হু হু করে বাড়ছে গ্রাম ও শহরের মাসিক গৃহস্থালির খরচ । সম্প্রতি প্রকাশিত তথ্য সেই কথার প্রমাণ। ১১ বছরে এই প্রথম এই তথ্য প্রকাশ্যে এসেছে। তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে যেখানে দেশের শহরে গৃহস্থালির মাসিক খরচের পরিমাণ ৬,৪৫৯ টাকা, সেখানে গ্রামে খরচ ৩,৭৭৩ টাকা।গত দুই দশকের পরিসংখ্যান বলছে, এই সময়কালে বড়সড় পরিবর্তন হয়েছে গ্রাম ও শহরের মধ্যে মাসিক গার্হস্থ্য খরচের হিসেব। ২০০৪-০৫ সালের হিসেবে যেখানে এদের মধ্যে তফাত ছিল ৯০.৮ শতাংশের, সেখানে ২০০৯-১০ সালে তা সামান্য কমে হয় ৮৮.২ শতাংশ। ২০১১-১২ সালে সেটাই বেড়া দাঁড়ায় ৮৩.৯ শতাংশ। সেটাই এই দশ বছরে এখন ৭১.২ শতাংশ।

প্রসঙ্গত, প্রতি পাঁচ বছর অন্তর এই তথ্য প্রকাশিত হওয়ার কথা। কিন্তু ২০১৭-১৮ সালে কোনও রিপোর্ট প্রকাশ করেনি কেন্দ্র। আসলে গ্রামের মাসিক গৃহস্থালি খরচ বেড়েছে ৬ গুণ। যা শহরের খরচ বৃদ্ধির তুলনায় অনেকটাই বেশি। ২০২২ সালের অগাস্ট থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত সময়কালে মাসিক গৃহস্থলি খরচের ওপর সমীক্ষা চালানো হয়। জিডিপি, মূল্যবৃদ্ধি, দারিদ্রসীমার মতো অর্থনৈতিক সূচক নির্ধারণে এই ধরনের তথ্য অত্যন্ত জরুরি।প্রকাশিত তথ্য বলছে, দেশের মধ্যে মাসিক গৃহস্থালি খরচ সবচেয়ে বেশি সিকিমে (গ্রামে ৭,৭৩১ টাকা ও শহরে ১২,১০৫ টাকা)। সবচেয়ে কম ছত্তিশগড়ে (গ্রামে ২,৪৬৬ ও শহরে ৪,৪৮৩ টাকা)। এদিকে দেখা গিয়েছে, খাদ্যজনিত খরচ গ্রামে ১,৭৫০ টাকা ও শহরে ২,৫৩০ টাকা। অন্যন্যা ক্ষেত্রের খরচের হিসেব গ্রামে ২,০২৩ টাকা ও শহরে ৩,৯২৯ টাকা খরচ হচ্ছে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version