Tuesday, August 26, 2025

অভিষেকের দাবির অকাট্য প্রমাণ, সন্দেশখালিকাণ্ডে ৩টি FIR করে রাজ্য পুলিশ, তদন্তের স্থগিতাদেশ HC-র

Date:

স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে তাঁর বাড়ি যায় ED। স্থানীয় মানুষের রোষের শিকার হন ED-র আধিকারিকরা। এই ঘটনা নিয়ে বিরোধীরা রাজনৈতিক জল ঘোলা করতে নেমে পড়েছে। অথচ তথ্যে দেখা যাচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর হামলার ঘটনায় ৫ জানুয়ারি পরপর তিনটি FIR করেছে রাজ্য পুলিশই। কিন্তু কলকাতা হাইকোর্টে সেই তদন্ত প্রক্রিয়া স্থগিতাদেশ দিয়েছে।

প্রথম FIR: শাহজাহান শেখের সমর্থকরা কেন্দ্রীয় এজেন্সির আধিকারিক এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর উপর হামলা করেছে এই অভিযোগ করেছিল ইডি। এই অভিযোগের উপর ভিত্তি করে প্রথম FIR দায়ের হয়। ইডি তার অভিযোগে বলে, তাদের তিন আধিকারিক আহত হয়েছেন। এবং হাসপাতালে ভর্তি থাকার সময় তাঁদের মোবাইল ফোন, ল্যাপটপ ও মানিব্যাগ চুরি হয়ে যায়।

দ্বিতীয় FIR: এটি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়। সেখানে স্থানীয়রা অভিযোগ করেন যে ইডি আধিকারিকরা এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। পাশাপাশি এও অভিযোগ করা হয় যে কোনও সার্চ ওয়ারেন্ট না দেখিয়ে, আইন ভেঙে ইডি আধিকারিকরা তৃণমূল নেতার বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা করেন।

তৃতীয় FIR: বিডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত এফআইআর করে পুলিশ।

এই ঘটনায় পুলিশের তরফ থেকে বিশেষ তদন্তকারী দল করে তদন্ত শুরু করা হয়েছিল। কিন্তু কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মন্থা বেঞ্চ ৩১ মার্চ পর্যন্ত ইডি অফিসারদের বিরুদ্ধে পুলিশের তদন্ত স্থগিত করেছে। SIT নিয়ে পরবর্তী শুনানি ৬ মার্চ আর FIR-এর পরবর্তী শুনানি ৩১ মার্চ।

দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল যে বিন্দুমাত্র কাউকে রেয়াত করবে না সে কথা স্পষ্ট জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “সারদাকর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেফতার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে। তা হলে শাহজাহানকে গ্রেফতার না করার কী আছে?” কিন্তু শাহজাহানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে আদালতের নির্দেশ। তার কথাই প্রমাণ করল পুলিশের করা তিনটি FIR-এর তথ্য।

আরও পড়ুন- বড় সিদ্ধান্ত, এবার আর্থিকভাবে দুর্বল অংশের মানুষদের জমি-বাড়ি দেবে রাজ্য

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version