Tuesday, August 26, 2025

ফের ইডির ডাকে ‘না’ কেজরির! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ‘ধৈর্য’ ধরার অনুরোধ আপের

Date:

ইডির সপ্তম বারের তলবেও সাড়া দিলেন না দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। সোমবারই তাঁকে ইডির (Enforcement Directorate) দফতরে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কিন্তু আম আদমি পার্টির (AAP) তরফে ইডিকে ধৈর্য ধরার বার্তা দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয় বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। সেকারণেই এই মুহূর্তে হাজিরা দিচ্ছেন না আপ সুপ্রিমো। তবে তলব এড়ানো প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিন ইডির সমনের পাল্টা আপের বিবৃতি প্রকাশ করে সাফ জানায়, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৬ মার্চ। তাই রোজ সমন না পাঠিয়ে ইডিকে ধৈর্য ধরতে এবং আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে আপ। উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় পঞ্চমবার ইডির সমন এড়ানোর পর কেজরিওয়ালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। এরপর ৭ ফেব্রুয়ারি মামলার শুনানিতে বিচারক নির্দেশ দেন, আদালতে হাজির হয়ে জবাবদিহি করতে হবে আপ প্রধানকে। এই পরিস্থিতিতে গত ১৭ ফেব্রুয়ারি ভার্চুয়াল শুনানিতে হাজিরা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, দিল্লি বিধানসভায় আস্থাভোট থাকার কারণে তিনি সশরীরে আদালতে হাজিরা দিতে পারছেন না। এরপর আদালত তাঁকে আগামী ১৬ মার্চ সশরীরে আদালতে হাজিরা দেওয়ার অনুমতি দিলেও তা এড়িয়ে যান কেজরি। এ বার সপ্তম সমনও এড়ালেন তিনি।

তবে বারবার সমন এড়ানোর অভিযোগে কেজরির বিরুদ্ধে ইডি এবার কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদি সরকার বড় কোনও অশান্তি চাইছে না। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলে অশান্ত হতে পারে ভারতের রাজধানী শহর। আর সেকারণেই হয়তো মেপে পা ফেলতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, এমনটাই মত রাজনৈতিক মহলের।

 

 

 

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version