Thursday, August 21, 2025

আশঙ্কা ছিলই, খট্টরের কাছে নিরাপত্তারও দাবি জানান রাঠি! নেতার মৃত্যুতে বাড়ছে রহস্য

Date:

Share post:

হরিয়ানায় দুষ্কৃতীদের গুলিতে রবিবার খুন হয়েছেন INLD দলের প্রধান নাফে সিং রাঠি। তাঁর মৃত্যুর ঘটনায় ক্রমশ বাড়ছে রহস্য। জানা যাচ্ছে, তিনি যে খুন হতে পারেন এমন আশঙ্কা ৬ মাস আগে থেকেই ছিল। এমনকি এই বিষয়ে অজ্ঞাত ছিলেন না খোদ মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তারা। রাঠির প্রাণনাশের সম্ভাবনা রয়েছে বিষয়টি জানতে পাওয়ার পর নিরাপত্তা চাওয়া হয়েছিল সরকারের কাছে। এমনই বিস্ফোরক দাবি করলেন দলের সাধারণ সম্পাদক অভয় চৌটালা। এবং গোটা ঘটনার জন্য দায়ী করলেন খোদ মুখ্যমন্ত্রী খট্টরকে। সবমিলিয়ে লোকসভা নির্বাচনের আগে এই হত্যাকাণ্ডকে ঘিরে উত্তাল হয়ে উঠল হরিয়ানা।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। বাহাদুরগড়ের কাছে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের প্রধান নাফে সিং রাঠি গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনার জেরে মৃত্যু হয় রাঠি ও দলের এক কর্মীর। পাশাপাশি ঘটনায় রাঠির বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীও গুরুতর জখম হয়েছেন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। কে বা কারা এভাবে হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। দলের নেতা অভয় চৌটালা বলেন, রাঠি নিজের মুখ্যমন্ত্রী খাট্টার, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ, রাজ্য পুলিশের ডিজি এবং ঝাজ্জরের পুলিশ সুপারকে (SP) নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখেছিলেন। চেয়েছিলেন বাড়তি নিরাপত্তা। সেই নিরাপত্তার অভাবেই এভাবে খুন হতে হল রাঠিকে। রাঠির মৃত্যুতে সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করে সিবিআই তদন্তের দাবি তুলেছেন চৌটালা। অন্যদিকে, এমন হাড়হিম করা হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...