Wednesday, August 20, 2025

আশঙ্কা ছিলই, খট্টরের কাছে নিরাপত্তারও দাবি জানান রাঠি! নেতার মৃত্যুতে বাড়ছে রহস্য

Date:

হরিয়ানায় দুষ্কৃতীদের গুলিতে রবিবার খুন হয়েছেন INLD দলের প্রধান নাফে সিং রাঠি। তাঁর মৃত্যুর ঘটনায় ক্রমশ বাড়ছে রহস্য। জানা যাচ্ছে, তিনি যে খুন হতে পারেন এমন আশঙ্কা ৬ মাস আগে থেকেই ছিল। এমনকি এই বিষয়ে অজ্ঞাত ছিলেন না খোদ মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তারা। রাঠির প্রাণনাশের সম্ভাবনা রয়েছে বিষয়টি জানতে পাওয়ার পর নিরাপত্তা চাওয়া হয়েছিল সরকারের কাছে। এমনই বিস্ফোরক দাবি করলেন দলের সাধারণ সম্পাদক অভয় চৌটালা। এবং গোটা ঘটনার জন্য দায়ী করলেন খোদ মুখ্যমন্ত্রী খট্টরকে। সবমিলিয়ে লোকসভা নির্বাচনের আগে এই হত্যাকাণ্ডকে ঘিরে উত্তাল হয়ে উঠল হরিয়ানা।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। বাহাদুরগড়ের কাছে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের প্রধান নাফে সিং রাঠি গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনার জেরে মৃত্যু হয় রাঠি ও দলের এক কর্মীর। পাশাপাশি ঘটনায় রাঠির বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীও গুরুতর জখম হয়েছেন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। কে বা কারা এভাবে হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। দলের নেতা অভয় চৌটালা বলেন, রাঠি নিজের মুখ্যমন্ত্রী খাট্টার, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ, রাজ্য পুলিশের ডিজি এবং ঝাজ্জরের পুলিশ সুপারকে (SP) নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখেছিলেন। চেয়েছিলেন বাড়তি নিরাপত্তা। সেই নিরাপত্তার অভাবেই এভাবে খুন হতে হল রাঠিকে। রাঠির মৃত্যুতে সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করে সিবিআই তদন্তের দাবি তুলেছেন চৌটালা। অন্যদিকে, এমন হাড়হিম করা হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...
Exit mobile version