Tuesday, November 4, 2025

ফের রাতের কলকাতায় দুর্ঘটনা! উল্টোডাঙা উড়ালপুল থেকে নীচে গাড়ি, আহত তিন

Date:

ফের রাতের শহরে বড়সড় দুর্ঘটনা (Accident)! রবিবার মধ্যরাতে কলকাতার (Kolkata) উল্টোডাঙা উড়ালপুল (Ultodanga Flyover) থেকে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায় একটি গাড়ি। দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক-সহ আরও দু’জন। পুলিশ সূত্রে খবর, ওই গাড়ি চালকের নাম মহম্মদ শোয়েব (Md Shoaib)। এদিন দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শোয়েবকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে (R G Kar Hospital) ভর্তি করানো হয়। পুলিশ সূত্রে খবর, রবিবার মধ্যরাতে লেকটাউন থেকে উল্টোডাঙার পুরনো উড়ালপুলের উপর দিয়ে বাইপাসের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন শোয়েব। আর সেইসময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি।

স্থানীয়দের অভিযোগ, গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন। এদিন সজোরে ধাক্কা লাগার পর উড়ালপুল থেকে নীচে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার ফলে উড়ালপুলের নীচে থাকা দু’টি ঝুপড়ি ঘর চাপা পড়ে যায়। সেই সময় ঘরের ভিতর দু’জন ছিলেন বলে খবর। দুর্ঘটনার কারণে সামান্য চোট পেয়েছেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, এদিন চালক ছাড়া গাড়িতে কেউ ছিলেন না। পুলিশ জানিয়েছে, প্রথমে না জানা গেলেও পরে খোঁজ নিয়ে জানা যায়, মহম্মদ শোয়েব এন্টালির বাসিন্দা। এদিকে হাসপাতালে ভর্তি করানোর পর প্রাথমিক চিকিৎসা করানো হয় তাঁর।

যদিও পরে পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে অন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার ফলে মাথায় চোট পেয়েছেন শোয়েব। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকতলা থানার পুলিশ।

 

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version