Sunday, December 21, 2025

জয়ে ফিরল লাল-হলুদ, চেন্নাইয়ানকে হারালো ১-০ গোলে

Date:

Share post:

জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়ান এফসিকে ১-০ গোলে হারালো কার্লোস কুয়াদ্রাতের দল। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন নন্দ কুমার। এই জয়ের ফলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল লাল-হলুদ। আইএসএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকল তারা।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের শুরুতেই ফ্রিকিক পায় কার্লোস কুয়াদ্রাতের দল। তবে সেই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হন লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা। সোজা শট চেন্নাইয়ান গোলরক্ষক দেবজিত মজুমদারে হাতে জমা পরে। ম্যাচের ১২ মিনিটে সুযোগ নষ্ট করেন লাল-হলুদের নতুন বিদেশি ফেলিসিও। ক্লেটন সিলভা একটি ভালো থ্রু বল বাড়ান ফেলিসিওকে। কিন্তু ফেলিসিওর শট ছিলো দুর্বল। পোস্টের উপর দিয়ে বল বেরিয়ে যায়। এরপর পালটা আক্রমণ চালায় চেন্নাইয়ান। অঙ্কিত মুখোপাধ্যায় গোলের সামনে রহিম আলিকে পাস বাড়ান। রহিম আবার বাঁ-দিকে ফারুখকে বল বাড়ান। কিন্তু ফারুখের শট লক্ষ্যভ্রষ্ট হয়।এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দু’দল। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য। তবে প্রথমার্ধের শেষ লগ্নে হলুদ কার্দ দেখেন লাল-হলুদ কোচ।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনটি পরিবর্তন করেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। নিশু কুমার, ফেলিসিও, রাকিপের জায়গায় নামান মন্দার রাও দেশাই, বিষ্ণু এবং প্যান্টিচকে নামান ইস্টবেঙ্গল কোচ। এরপর একের পর এক আক্রমণ শানায় লালা-হলুদ। যার ফলে ম্যাচের ৬৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় কুয়াদ্রাতের দল। লাল-হলুদকে গোল করে এগিয়ে দেন নন্দা কুমার। ভিক্টরের থেকে বল পান নন্দকুমার। যা গোলে রাখতে এতুটুকু ভুল করেননি নন্দা। এরপর ম্যাচের ৮৪ মিনিটে বড় সুযোগ হাতছাড়া করেন লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা। বিষ্ণু একেবারে গুছিয়ে পাস দেন ক্লেটনকে। তবে তা গোলে রাখতে পারেননি লাল-হ্লুদ অধিনায়ক। এরপর একের পর আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি কুয়াদ্রাতের দল।

আরও পড়ুন- রাঁচিতে দুরন্ত ইনিংস, কীভাবে এল সাফল্য? রহস্য ফাঁস ধ্রুভের

spot_img

Related articles

ছোট জায়গায় কেন, ব্রিগেডে দল ঘোষণা করুন: হুমায়ুনকে বার্তা তৃণমূলের

একাধিক দল বিরোধী পদক্ষেপের কারণে তৃণমূল থেকে বহিষ্কৃত। প্রাক্তন বিজেপি লোকসভা প্রার্থী এবার নতুন দল খুলতে চলেছেন। রবিবার...

গ্রামীণ শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা! রাম জি বিলে অনুমোদন রাষ্ট্রপতির 

মোদি সরকারের নতুন গ্রামীণ রোজগার বিল ঘিরে দেশজুড়ে বিতর্ক আরও তীব্র হল। জাতির জনক মহাত্মা গান্ধীর নাম বাদ...

অটো চালককে সপাটে চড়! বিজেপি বিধায়কের কীর্তিতে সরব বিরোধীরা

সাতসকালে মাঝ রাস্তায় এক অটোচালককে চড় মারার অভিযোগ উঠল মহারাষ্ট্রের ঘাটকোপার পূর্বের বিজেপি বিধায়ক পরাগ শাহের বিরুদ্ধে। শুক্রবারের...

বাংলাদেশ নিয়ে কলকাতায় বসে উদ্বেগ: মোহন ভাগবতকে দিল্লিতে কথা বলার খোঁচা তৃণমূলের

বাংলাদেশের অশান্তির পরিস্থিতিতে বিজেপির নেতারা যেভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করে চলেছেন, সেই একই সুর আরএসএস (RSS) প্রধান...