Sunday, November 2, 2025

বসন্তেও পিছু ছাড়ছে না বৃষ্টি! সোমবারও ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

Date:

সোমবারও কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। রবিবারের চেয়ে তাপমাত্রাও কিছুটা কমেছে সোমবার। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একইভাবে বুধবারও ওই জেলাগুলি ভিজতে পারে বলে খবর। মাঝে মঙ্গলবার শুধু বৃষ্টি হতে পারে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। তবে বুধবারের পর থেকে রাজ্যে শুকনো আবহাওয়া বজায় থাকবে বলে সাফ জানিয়েছে হাওয়া অফিস। সোমবার রবিবারের থেকে তাপমাত্রা (Temperature) কিছুটা কমেছে বলেও জানিয়েছে আলিপুর।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেকটা কম ছিল। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে বর্তমানে ছত্তিশগড়ের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা বঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। সেই সঙ্গে জলীয় বাষ্পযুক্ত বাতাস ঢুকছে বঙ্গোপসাগরের দিক থেকে। তাই বসন্তেও বৃষ্টি পিছু ছাড়ছে না রাজ্যবাসীর। তবে সোমবার তাপমাত্রা কিছুটা কমলেও নতুন করে শীত ফেরার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার সামান্য বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। তবে উত্তরের বাকি জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

 

 

 

 

Related articles

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...
Exit mobile version