Thursday, December 18, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ জিতে কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

আজ রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে জয় পায় ভারতীয় দল। ইংরেজদের ৫ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজ পকেটে পোরে ভারতীয় দল। সিরিজে জয় পেলেও খুব একটা খুশি হতে পারছেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ক্ষোভ রয়েছে তাঁর। যাঁরা খেলছেন তাঁদের নিয়ে নয়, যাঁরা খেলছেন না তাঁদের নিয়ে।নাম না করে বিরাটের উদ্দেশেই ম্যাচ জিতে মুখ খুললেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে খেলছেন না বিরাট। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন তিনি। কোহলির জায়গায় খেলতে নামেন রজত পতিদার। তবে সেই জায়গায় বার বার ব্যর্থ হচ্ছেন রজত পতিদার। তাতে দলের সমস্যা হচ্ছে বলে মনে করছেন হিটম্যান। এই নিয়ে রোহিত বলেন, “ দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের না থাকা খুব একটা ভাল বিষয় নয়। কারণ, দীর্ঘদিন ধরে খেলে ওরা একটা জায়গা তৈরি করেছে। ওদের জুতোয় পা গলানো সহজ নয়। দলের ভিতরে থেকে নয়, কিন্তু বাইরে থেকে তো ওদের উপর চাপ থাকেই।” তবে রোহিতের মতে জুনিয়ররা আস্তে তৈরি হচ্ছেন বলে মনে করছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, “ তবে ওরা তৈরি হয়ে নেমেছে। প্রত্যেকের সামনেই উজ্জ্বল কেরিয়ার রয়েছে। তবে তার জন্য পরিশ্রম করে যেতে হবে। তবে এখন যে ভারতে এত ভাল ভাল ক্রিকেটার উঠে আসছে তাতে আমি খুব খুশি।”

রোহিত আলাদা করে প্রসংশা করেন ধ্রুভ জুরেলের। এই নিয়ে রোহিত বলেন, “ জুরেল দু’ইনিংসেই যা ব্যাট করেছে তাতে ওর প্রতিভা বোঝা যাচ্ছে। প্রথম ইনিংসে ও ৯০ রান না করলে আমরা সমস্যায় পড়তাম, ওর জন্যই খেলায় ছিলাম।”

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার জয়ে বিরাট বার্তা সচিন-কোহলির

spot_img

Related articles

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...