Monday, November 3, 2025

নেক্সটি প্রত্যাহার, ডাক্তারদের নিরাপত্তার দাবি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি IMA- এর

Date:

Share post:

রোগীদের চিকিৎসা করতে চিকিৎসকদের প্রয়োজন এক সুস্থ ও স্বাভাবিক পরিবেশ। কিন্তু প্রত্যেক মুহূর্তে যদি আশঙ্কা অনিশ্চয়তা আর উদ্বেগ কাজ করে, তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবায় অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। এই কথা মনে করিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে (Health Minister of India) নিজেদের দাবি সম্বলিত একটি চিঠি পাঠালো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)। সেখানে একদিকে যেমন এমবিবিএস গ্রাজুয়েটদের নিয়োগের কথা বলা হয়েছে ঠিক তেমনি নেক্সটি (NExT) পরীক্ষা প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে বলেই খবর। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (IMA) সর্বভারতীয় সভাপতি ডাঃ আরভি অশোকান (Dr R V Asokan) এবং আইএমএ-এর সেক্রেটারি জেনারেল ডাঃ অনিলকুমার জে নায়ক (Dr Anilkumar J Nayek) মনসুখ মান্ডব্যকে (Mansukh Mandaviya) ‘চার্টার অফ ডিমান্ড’ এর (Charter of Demands) একটি তালিকা দিয়েছে। এই দাবিগুলির মধ্যে মেডিকেল স্নাতকদের জন্য পরবর্তী NExT প্রত্যাহার অন্যতম বলেই মনে করছেন চিকিৎসকরা।

মনসুখ মান্ডব্যকে (Mansukh Mandaviya) যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এক্ষেত্রে আইন করে হিংসাত্মক ঘটনা আটকানোর দাবিও জানানো হয়েছে। যেভাবে ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন তাতে চিকিৎসা ক্ষেত্রে এর বড় প্রভাব পড়ছে বলে মনে করছে আইএমে। এর পাশাপাশি হেলথ কেয়ার প্রোডাক্ট থেকে যাতে জিএসটি কমানো যায় সেদিকেও কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বলা হয়েছে ফৌজদারি মামলা থেকে চিকিৎসাজগতকে অব্যাহতি দিতে হবে। ডাক্তারদের হয়রানি এড়াতে POCSO আইন নিয়ে পুনর্বিবেচনা করা দরকার বলেও মনে করছে আইএমে। বেসরকারি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পকে সীমাবদ্ধ করার কথাও বলা হয়েছে।

IMA এর চিঠিতে বলা হয়েছে মেডিক্যাল প্র্যাকটিসের জন্য মৌলিক লাইসেন্সিং এবং স্নাতকোত্তর অধ্যয়নের জন্য মেধাবী প্রার্থীদের নির্বাচন করার ক্ষেত্রে NExT-এর উদ্দেশ্য এবং কার্যকারিতা অস্পষ্ট রয়ে গেছে। এই ধোঁয়াশা কাটাতে অবিলম্বে নেক্সটি প্রত্যাহার করা দরকার। IMA-এর চার্টার অফ ডিমান্ড এর তালিকায় জনসংখ্যার চাহিদার সাথে সামঞ্জস্য বজায় রাখতে দেশব্যাপী মেডিকেল অফিসারের পদ বাড়ানো, রোগী পরিষেবার স্বার্থে ওষুধের বিভিন্ন সিস্টেমকে একীভূত করার প্রচেষ্টা বন্ধ করা সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। যদিও এই নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।


spot_img

Related articles

‘নিজের ঘরে’ ফিরলেন কানন, সঙ্গে বৈশাখীও: মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবাইকেই আসতে হবে, মত অরূপের

ছাব্বিশের নির্বাচনের আগেই ঘর ওয়াপসি। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Banerjee) নিয়ে তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন কলকাতার প্রাক্তন মেয়র...

আর্থিক দুর্নীতির তদন্তে অনিল আম্বানির ৩০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

রিলায়্যান্স গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আম্বানির (Anil Ambani) তিন হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘রিলায়্যান্স...

হরমনপ্রীতদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি! বোর্ডের সংবর্ধনাতেও থাকছে চমক?

রবিবার রাতে মুম্বইয়ে প্রথমবার বিশ্বকাপ( ICC Women's World Cup 2025) জিতেছে ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত-স্মৃতিদের নিয়ে আনন্দে ভাসছে...

সোম-দুপুরেই শাসকদলে ফিরছেন শোভন-বৈশাখী! নজর তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে

ছাব্বিশের নির্বাচনের দামামা বাজতে না বাজতেই একর পর এক চমক। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA)-এর চেয়ারম্যান পদে নিয়োগের...