Friday, December 19, 2025

নেক্সটি প্রত্যাহার, ডাক্তারদের নিরাপত্তার দাবি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি IMA- এর

Date:

Share post:

রোগীদের চিকিৎসা করতে চিকিৎসকদের প্রয়োজন এক সুস্থ ও স্বাভাবিক পরিবেশ। কিন্তু প্রত্যেক মুহূর্তে যদি আশঙ্কা অনিশ্চয়তা আর উদ্বেগ কাজ করে, তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবায় অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। এই কথা মনে করিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে (Health Minister of India) নিজেদের দাবি সম্বলিত একটি চিঠি পাঠালো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)। সেখানে একদিকে যেমন এমবিবিএস গ্রাজুয়েটদের নিয়োগের কথা বলা হয়েছে ঠিক তেমনি নেক্সটি (NExT) পরীক্ষা প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে বলেই খবর। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (IMA) সর্বভারতীয় সভাপতি ডাঃ আরভি অশোকান (Dr R V Asokan) এবং আইএমএ-এর সেক্রেটারি জেনারেল ডাঃ অনিলকুমার জে নায়ক (Dr Anilkumar J Nayek) মনসুখ মান্ডব্যকে (Mansukh Mandaviya) ‘চার্টার অফ ডিমান্ড’ এর (Charter of Demands) একটি তালিকা দিয়েছে। এই দাবিগুলির মধ্যে মেডিকেল স্নাতকদের জন্য পরবর্তী NExT প্রত্যাহার অন্যতম বলেই মনে করছেন চিকিৎসকরা।

মনসুখ মান্ডব্যকে (Mansukh Mandaviya) যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এক্ষেত্রে আইন করে হিংসাত্মক ঘটনা আটকানোর দাবিও জানানো হয়েছে। যেভাবে ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন তাতে চিকিৎসা ক্ষেত্রে এর বড় প্রভাব পড়ছে বলে মনে করছে আইএমে। এর পাশাপাশি হেলথ কেয়ার প্রোডাক্ট থেকে যাতে জিএসটি কমানো যায় সেদিকেও কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বলা হয়েছে ফৌজদারি মামলা থেকে চিকিৎসাজগতকে অব্যাহতি দিতে হবে। ডাক্তারদের হয়রানি এড়াতে POCSO আইন নিয়ে পুনর্বিবেচনা করা দরকার বলেও মনে করছে আইএমে। বেসরকারি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্পকে সীমাবদ্ধ করার কথাও বলা হয়েছে।

IMA এর চিঠিতে বলা হয়েছে মেডিক্যাল প্র্যাকটিসের জন্য মৌলিক লাইসেন্সিং এবং স্নাতকোত্তর অধ্যয়নের জন্য মেধাবী প্রার্থীদের নির্বাচন করার ক্ষেত্রে NExT-এর উদ্দেশ্য এবং কার্যকারিতা অস্পষ্ট রয়ে গেছে। এই ধোঁয়াশা কাটাতে অবিলম্বে নেক্সটি প্রত্যাহার করা দরকার। IMA-এর চার্টার অফ ডিমান্ড এর তালিকায় জনসংখ্যার চাহিদার সাথে সামঞ্জস্য বজায় রাখতে দেশব্যাপী মেডিকেল অফিসারের পদ বাড়ানো, রোগী পরিষেবার স্বার্থে ওষুধের বিভিন্ন সিস্টেমকে একীভূত করার প্রচেষ্টা বন্ধ করা সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। যদিও এই নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।


spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...