১৪৪ ধারার মাঝেই সন্দেশখালি যাওয়ার চেষ্টা! গ্রেফতার নওশাদ সিদ্দিকি

শান্ত হচ্ছে সন্দেশখালি (Sandeshkhali), একের পর এক অভিযুক্তদের গ্রেফতার করছে পুলিশ। এর মাঝে পরিস্থিতি অশান্ত করতে বিরোধী নেতৃত্বদের সন্দেশখালি যাওয়ার প্রবণতা কিছুতেই যেন কমছে না। বিজেপি, সিপিএমের পর এবার সেই পথে পা বাড়ালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (ISF MLA Nawsad Siddique)। সায়েন্স সিটির কাছেই পুলিশ তাঁকে আটকে ১৪৪ ধারার বিষয়টি জানালে তিনি গাড়ি থেকে নেমে রীতিমতো তর্ক জুড়ে দেন। অবশেষে তাঁকে গ্রেফতার করতে বাধ্য হয় প্রগতি ময়দান থানার পুলিশ (Pragati Maidan Police)।

উত্তম সর্দার, শিবু হাজরাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এতদিন আদালতের নিষেধাজ্ঞার কারণে শাহজাহানকে নিয়ে কড়া পদক্ষেপ করা যায়নি। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ সকলের সামনে উত্থাপন করার পর সোমবার হাইকোর্ট জানাই শাহজাহানকে গ্রেফতার করতে কোন বাধা নেই। এরপরই তৃণমূলের তরফে বলা হয়েছে যত দ্রুত ব্যবস্থা নেবে পুলিশ। এর মাঝেই বঞ্চিতদের জমি ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। সন্দেশখালি ধামাখালি বেড়মজুর এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে। রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসুর আশ্বাসে খুশি সন্দেশখালি মানুষ। রাজ্য পুলিশ সদর্থক ভূমিকা গ্রহণ করেছে। কিন্তু এই সবটাই বিরোধীদের ভোট রাজনীতির পথে বড় বাধা, তাই প্রতিদিন কোন না কোন নেতৃত্ব শিরোনামে থাকার চেষ্টায় সন্দেশখালি গিয়ে ১৪৪ দ্বারা ভাঙার চেষ্টা করেই চলেছেন। আজ সেই খাতায় নাম তুললেন আইএসএফ বিধায়ক (ISF MLA)। নওশাদ সিদ্দিকি সন্দেশখালি যেতে চাইলে পুলিশ জানায়, এই মুহূর্তে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই বিধায়ককে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। এরপরই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে অসভ্য আচরণ করতে শুরু করেন নওশাদ বলে অভিযোগ। পুলিশের কোনও কথাই তিনি শুনতে চাননি বলে জানা যায়। এরপরই সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করে পুলিশ। তবে মঙ্গলবারই বিকালের দিকে তিনি জামিনে মুক্তি পান।

Previous articleআজ পুরুলিয়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Next articleকাদাপাড়ার জুট মিলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন