Saturday, December 20, 2025

১৪৪ ধারার মাঝেই সন্দেশখালি যাওয়ার চেষ্টা! গ্রেফতার নওশাদ সিদ্দিকি

Date:

Share post:

শান্ত হচ্ছে সন্দেশখালি (Sandeshkhali), একের পর এক অভিযুক্তদের গ্রেফতার করছে পুলিশ। এর মাঝে পরিস্থিতি অশান্ত করতে বিরোধী নেতৃত্বদের সন্দেশখালি যাওয়ার প্রবণতা কিছুতেই যেন কমছে না। বিজেপি, সিপিএমের পর এবার সেই পথে পা বাড়ালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (ISF MLA Nawsad Siddique)। সায়েন্স সিটির কাছেই পুলিশ তাঁকে আটকে ১৪৪ ধারার বিষয়টি জানালে তিনি গাড়ি থেকে নেমে রীতিমতো তর্ক জুড়ে দেন। অবশেষে তাঁকে গ্রেফতার করতে বাধ্য হয় প্রগতি ময়দান থানার পুলিশ (Pragati Maidan Police)।

উত্তম সর্দার, শিবু হাজরাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এতদিন আদালতের নিষেধাজ্ঞার কারণে শাহজাহানকে নিয়ে কড়া পদক্ষেপ করা যায়নি। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ সকলের সামনে উত্থাপন করার পর সোমবার হাইকোর্ট জানাই শাহজাহানকে গ্রেফতার করতে কোন বাধা নেই। এরপরই তৃণমূলের তরফে বলা হয়েছে যত দ্রুত ব্যবস্থা নেবে পুলিশ। এর মাঝেই বঞ্চিতদের জমি ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। সন্দেশখালি ধামাখালি বেড়মজুর এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে। রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসুর আশ্বাসে খুশি সন্দেশখালি মানুষ। রাজ্য পুলিশ সদর্থক ভূমিকা গ্রহণ করেছে। কিন্তু এই সবটাই বিরোধীদের ভোট রাজনীতির পথে বড় বাধা, তাই প্রতিদিন কোন না কোন নেতৃত্ব শিরোনামে থাকার চেষ্টায় সন্দেশখালি গিয়ে ১৪৪ দ্বারা ভাঙার চেষ্টা করেই চলেছেন। আজ সেই খাতায় নাম তুললেন আইএসএফ বিধায়ক (ISF MLA)। নওশাদ সিদ্দিকি সন্দেশখালি যেতে চাইলে পুলিশ জানায়, এই মুহূর্তে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই বিধায়ককে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। এরপরই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে অসভ্য আচরণ করতে শুরু করেন নওশাদ বলে অভিযোগ। পুলিশের কোনও কথাই তিনি শুনতে চাননি বলে জানা যায়। এরপরই সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করে পুলিশ। তবে মঙ্গলবারই বিকালের দিকে তিনি জামিনে মুক্তি পান।

spot_img

Related articles

সেবাশ্রয়-২: আজ বজবজের মডেল ক্যাম্পে পরিষেবা পর্যবেক্ষণে অভিষেক 

সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...