Sunday, May 4, 2025

এবার পার্থ-অর্পিতার মধ্যে সম্পর্কের রসায়ন জানতে চাইল হাই কোর্ট

Date:

Share post:

নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার জামিন মামলার শুনানিতে মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে সম্পর্ক কী তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট।এ দিন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান পার্থ ও অর্পিতার নামে শুধু টাকা আর গহনা রয়েছে? উভয়ের নামে আর কোনও সম্পত্তি নেই। পার্থর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় আদালতে জানান, দু’টি সম্পত্তি রয়েছে। পাল্টা বিচারপতির প্রশ্ন, “বাড়ি থেকে কি টাকা উদ্ধার হয়নি?” পার্থর আইনজীবী জানান, “প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে। শুধু ৪০ অস্থাবর সম্পত্তি রয়েছে।”এর পাশাপাশি এ দিন আদালতে সন্দীপন গঙ্গোপাধ্যায় সওয়াল করেন, ২০১২ সালে গাড়ি ও ফ্ল্যাট কেনেন অর্পিতা মুখোপাধ্যায়। আর ২০১৪ সালে শিক্ষামন্ত্রী হন পার্থ। ফলে, যে সময় ফ্ল্যাট কেনা হয় সেই সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন না।

এমনকী, তিনি আদালতকে জানিয়েছেন, অর্পিতা এলআইসিতে পার্থকে ‘আঙ্কেল’ বলে উল্লেখ করেছেন।আইনজীবী জানিয়েছেন, ব্যবসায়িক কারণে সম্পর্কে থাকলেও অর্পিতা কীভাবে বিপুল সম্পত্তির অধিকারী, সেটা কীভাবে জানা সম্ভব? আসলে টার্গেট করা হয়েছে পার্থবাবুকে। এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল ২০১১ সাল থেকে অর্পিতাকে চিনলেও, অর্পিতার সব বিষয়ে ওয়াকিবহাল ছিলেন সেটা সঠিক নয়। সম্পত্তির ডিডের কপি ছিল তাঁর মক্কেলের কাছে। আসল ছিল না। যৌথভাবে অর্পিতার সঙ্গে কিছু কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন। কিন্তু কোম্পানির মালিক ছিলেন না।এ দিন, আদালতে প্রশ্নও তুলেছেন পার্থর আইনজীবী। তিনি জানিয়েছেন, সবাই বিরুদ্ধে কথা বলছে। তারা বলছে বলেই কি দোষী সব্যস্ত করা যায়? আর্থিক তছরুপ করেছে যারা তাঁরাই অভিযুক্ত। অর্পিতা সহ অভিযুক্ত। তাঁর অভিযোগ কেন গ্রহণ করা হবে, প্রশ্ন পার্থর আইনজীবীর।

 

spot_img
spot_img

Related articles

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...