Monday, December 29, 2025

এবার পার্থ-অর্পিতার মধ্যে সম্পর্কের রসায়ন জানতে চাইল হাই কোর্ট

Date:

Share post:

নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার জামিন মামলার শুনানিতে মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে সম্পর্ক কী তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট।এ দিন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান পার্থ ও অর্পিতার নামে শুধু টাকা আর গহনা রয়েছে? উভয়ের নামে আর কোনও সম্পত্তি নেই। পার্থর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় আদালতে জানান, দু’টি সম্পত্তি রয়েছে। পাল্টা বিচারপতির প্রশ্ন, “বাড়ি থেকে কি টাকা উদ্ধার হয়নি?” পার্থর আইনজীবী জানান, “প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে। শুধু ৪০ অস্থাবর সম্পত্তি রয়েছে।”এর পাশাপাশি এ দিন আদালতে সন্দীপন গঙ্গোপাধ্যায় সওয়াল করেন, ২০১২ সালে গাড়ি ও ফ্ল্যাট কেনেন অর্পিতা মুখোপাধ্যায়। আর ২০১৪ সালে শিক্ষামন্ত্রী হন পার্থ। ফলে, যে সময় ফ্ল্যাট কেনা হয় সেই সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন না।

এমনকী, তিনি আদালতকে জানিয়েছেন, অর্পিতা এলআইসিতে পার্থকে ‘আঙ্কেল’ বলে উল্লেখ করেছেন।আইনজীবী জানিয়েছেন, ব্যবসায়িক কারণে সম্পর্কে থাকলেও অর্পিতা কীভাবে বিপুল সম্পত্তির অধিকারী, সেটা কীভাবে জানা সম্ভব? আসলে টার্গেট করা হয়েছে পার্থবাবুকে। এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল ২০১১ সাল থেকে অর্পিতাকে চিনলেও, অর্পিতার সব বিষয়ে ওয়াকিবহাল ছিলেন সেটা সঠিক নয়। সম্পত্তির ডিডের কপি ছিল তাঁর মক্কেলের কাছে। আসল ছিল না। যৌথভাবে অর্পিতার সঙ্গে কিছু কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন। কিন্তু কোম্পানির মালিক ছিলেন না।এ দিন, আদালতে প্রশ্নও তুলেছেন পার্থর আইনজীবী। তিনি জানিয়েছেন, সবাই বিরুদ্ধে কথা বলছে। তারা বলছে বলেই কি দোষী সব্যস্ত করা যায়? আর্থিক তছরুপ করেছে যারা তাঁরাই অভিযুক্ত। অর্পিতা সহ অভিযুক্ত। তাঁর অভিযোগ কেন গ্রহণ করা হবে, প্রশ্ন পার্থর আইনজীবীর।

 

spot_img

Related articles

নতুন করে বাঙালিরা আক্রান্ত বিজেপি রাজ্যে: এখনও রাজ্যের বিরোধীরা চুপ, প্রশ্ন তৃণমূলের

বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বীরভূমের সোনালি খাতুনকে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া দেশে ফেরাতে এতটুকু সহযোগিতা করেনি কেন্দ্রের বিজেপি...

দলীয় সাংসদ মিতালী বাগের মাতৃবিয়োগে আবেগপ্রবণ সায়নী

প্রয়াত আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের মা। গ্রাম থেকে দিল্লি- তৃণমূলের (TMC) যেকোন রকম লড়াইয়ে আরামবাগের মিতালী বাগ...

ভক্তদের ভিড়ে নাজেহাল বিজয়, বিমানবন্দরে পড়েই গেলেন থালাপতি!

একেই বলে ভালবাসার ঠেলা, তার জোর এমনই যে স্বনামধন্য তারকাকেও দাঁড়িয়ে থাকতে দেয় না, একেবারে পড়ে যাওয়ার মতো...

আরাবল্লির নতুন সংজ্ঞাতে ‘না’! আগের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লির নতুন সংজ্ঞা এখনই কার্যকর হচ্ছে না বলে আগের নির্দেশ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)।...