হাই কোর্টে জামিন পেলেন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার

এই ঘটনায় জেলার পুলিশ সুপারের থেকেও রিপোর্ট চেয়েছে আদালত।

হাই কোর্টে জামিন পেলেন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নিরাপদ সর্দারের জামিনের আবেদন মঞ্জুর করে। এদিন বিচারপতির পর্যবেক্ষণ, এই ধরণের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা যায় না। নিরাপদর আইনজীবী এদিন আদালতে সওয়াল করেন, জামিনের দিনই গ্রেফতার করা হল একজনকে। ১৫ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় নিরাপদ সর্দারকে। ১৭ দিন কেটে গিয়েছে। তিনি এখনও জেলে। রাজ্যের তরফে আইনজীবী রুদ্রদীপ নন্দী বলেন, প্রথম এফআইআর টি ওখানে অপরাধের জন্য। বিক্ষোভ সংগঠনে ভূমিকা রয়েছে ওনার। কিছু বক্তব্য রেখেছেন উনি। এরপরই বিচারপতি বসাক জানতে চান, ‘এভাবে কি কাউকে গ্রেফতার করা যায়? একজন নাগরিককে এভাবে গ্রেফতার করার ব্যখ্যা কী?’ একইসঙ্গে বিচারপতির প্রশ্ন, যারা গ্রেফতার করল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা কেন নেওয়া হবে না? এত দিন জেলে থাকার ক্ষতিপূরণ কে দেবে?

সন্দেশখালিকাণ্ডে ফেরার শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন নিরাপদ সর্দার। কিন্তু শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর অভিযোগের ভিত্তিতে তাঁকেই পরে গ্রেফতার করে পুলিশ। ১৭ দিন ধরে জেল হেফাজতে রয়েছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে স্পষ্ট জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে জামিনে মুক্তি দিতে হবে। নির্দেশ অমান্য হলে তা আদালত অবমাননার সামিল হবে বলে মনে করবে হাইকোর্ট। সেক্ষেত্রে নোটিশও জারি হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনায় জেলার পুলিশ সুপারের থেকেও রিপোর্ট চেয়েছে আদালত।

 

Previous articleঅখিলেশের পথে ‘কাঁটা’, রাজ্যসভার ভোটাভুটির আগে পদ ছাড়লেন দলের মুখ্যসচেতক
Next articleমুখ ঢেকে গ্রামবাসীদের ভিড়ে মিশে সন্দেশখালিতে বামপন্থী বিশিষ্টজনেরা