অর্থ দফতরের অনুমোদন ছাড়াই মিলবে রাজ্যের তিনটি প্রকল্পের টাকা, ঘোষণা নবান্নের

তিনটি সামাজিক প্রকল্পে প্রাপকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নিয়মে সরলীকরণ করল রাজ্যের অর্থ দফতর। এবার অর্থ দফতরের অনুমোদন ছাড়াই টাকা দেওয়া যাবে তিন প্রকল্পের। এমনটাই জানালো নবান্ন। আগামী মার্চ মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু ও জয় বাংলা পেনশন প্রকল্পের জন্য এই নতুন বিধি কার্যকর হচ্ছে। এই তিনটি প্রকল্পের যারা উপভোক্তা তাদের নিদিষ্ট সময় মেনে যাতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পান, সেই কারণে এই নয়া সিদ্ধান্ত ।

অর্থ দফতরের অনুমোদন পেতে দেরি হওয়ার কারণে কয়েক বছর ধরে অনেক দেরিতে টাকা পাচ্ছিলেন উপভোক্তারা। এই নিয়ে মানুষের মনে ক্ষোভ রয়েছে। সামাজিক প্রকল্পে টাকা পাঠাতে গেলে অর্থ দফতরের অনুমতি নিতে হয় সংশ্লিষ্ট ওই দফতরগুলিকে। সংশ্লিষ্ট দফতরগুলি থেকে ফাইল এসে অর্থ দফতরে পড়ে থাকে। এর ফলে মানুষ এই সামাজিক প্রকল্পগুলির টাকা অনেক দেরিতে পাচ্ছিলেন। এই নিয়ে মুখ্যমন্ত্রীও বারবার ক্ষোভ প্রকাশ করেছেন। তবুও এই সমস্যা থেকে রেহাই মিলছিল না। তাই এই নতুন নির্দেশ বলে মনে করা হচ্ছে। আর্থিক নিয়মবিধি শিথিল করার জেরে এবার থেকে অর্থ দফতরের অনুমোদন ছাড়াই টাকা সংশ্লিষ্ট দফতর ব্যাংক অ্যাকাউন্টে যাবে। সেখান থেকে আবার সরাসরি তিন প্রকল্পেরই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অতি সম্প্রতি অর্থ সচিব এই সংক্রান্ত নির্দেশনামাটি জারি করেছেন।

আরও পড়ুন- নজিরবিহীন! ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, রুপরেখা ঠিক করতে বুধবার বৈঠকে কমিশন

 

Previous articleনজিরবিহীন! ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, রুপরেখা ঠিক করতে বুধবার বৈঠকে কমিশন
Next articleটি-২০-তে দ্রুততম শতরান করে নজির গড়লেন এই ক্রিকেটার