টি-২০-তে দ্রুততম শতরান করে নজির গড়লেন এই ক্রিকেটার

এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে মাত্র ৩৪ বলে শতরান করেছিলেন কুশল মাল্লা। নেপালের ব্যাটারের বিশ্বরেকর্ড নেপালের মাটিতেই ভাঙেন

টি-২০ ফর্ম্যাটে রেকর্ড গড়লেন নামিবিয়ার ক্রিকেটার জান নিকোল লফটি-ইটন। ক্রিকেটের ছোট ফর্ম্যাটে দ্রুততম শতরান করে নজির গড়লেন তিনি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন নেপালের কুশল মাল্লা। ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর টি-২০ ফর্ম্যাটে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই কুশল মাল্লার সামনেই তাঁর রেকর্ড ভাঙলেন জান নিকোল লফটি-ইটন।

এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে মাত্র ৩৪ বলে শতরান করেছিলেন কুশল মাল্লা। নেপালের ব্যাটারের বিশ্বরেকর্ড নেপালের মাটিতেই ভাঙেন লফটি-ইটন। ত্রিদেশীয় প্রতিযোগিতায় মাত্র ৩৩ বলে শতরান করেছেন তিনি। এদিন নেপালের বিরুদ্ধে নামিবিয়ার অলরাউন্ডার ইনিংস সাজান ১১টি চার ও ৮টি ছক্কা দিয়ে। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৮০.৫৫। শেষ পর্যন্ত মাত্র ৩৬ বলে ১০১ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটার। তাঁর ব্যাটিংয়ের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তোলে নামিবিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৮৬ রানে গুটিয়ে যায় নেপালের ইনিংস। ফলে নামিবিয়া সিরিজের প্রথম ম্যাচ ২০ রানে জিতে যায়।

টি-২০-তে দ্রুততম শতরানের তালিকায় ইটন ও মাল্লার পরে রয়েছেন ডেভিড মিলার। ২০১৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছিলেন তিনি। সেই বছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলেই শতরান করেছিলেন রোহিত শর্মা।

আরও পড়ুন- রঞ্জিতে রেকর্ড, ১০ ও ১১ নম্বরে ব্যাট করতে নেমে শতরান মুম্বইয়ের এই দুই ব্যাটারের

Previous articleঅর্থ দফতরের অনুমোদন ছাড়াই মিলবে রাজ্যের তিনটি প্রকল্পের টাকা, ঘোষণা নবান্নের
Next articleআম্বানি-পুত্রের প্রাক বিবাহের মেনুতে এলাহি আয়োজন! থাকছে ২৫০০ পদ