Monday, May 5, 2025

বাড়ছে মুসলিম বি.দ্বেষ! অ.ভিযোগের হার বেশি বিজেপি শাসিত রাজ্যেই: সমীক্ষা

Date:

Share post:

ভারতে মুসলিমদের প্রতি ঘৃণামূলক বক্তব্য বাড়ছে। আর তা হচ্ছে গোটা বিশ্বের রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতেই। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থার গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মার্কিন গবেষণা সংস্থা ‘ইন্ডিয়া হেট ল্যাব’ তাদের প্রকাশিত রিপোর্টে জানিয়েছে, মুসলিমদের প্রতি ঘৃণা, বিদ্বেষ প্রকাশের ঘটনায় অতীতের সব রেকর্ড ভেঙেছে বিগত বছর। ২০২৩ সালে দেশজুড়ে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এই প্রবণতা। গত বছরে ৬৬৮টি ঘটনা নথিভুক্ত করে ওই সংস্থা দাবি করেছে, অতীতে কখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি ভারতে। সবকটি অভিযোগ আসছে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলির থেকে।

মার্কিন গবেষণা সংস্থার সমীক্ষায় উঠে এসেছে, ২০২৩ সালের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ভারতে মুসলিমদের প্রতি ঘৃণামূলক বক্তব্য ৬২ শতাংশ বেড়ে গিয়েছে। ৬৬৮টি ঘটনার মধ্যে ২০২৩-এর প্রথম ছয় মাসে ২৫৫টি ঘটে। পরের ছয় মাসে ৪১৩টি। এই ঘৃণামূলক বক্তব্য বেড়ে যাওয়ার ক্ষেত্রে ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে সংঘাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রসঙ্গত ওই যুদ্ধ শুরু হয় গত বছর ৭ অক্টোবর।

২০২৩ এর অক্টোবরে গাজা-প্যালেস্তাইন যুদ্ধ গোটা বিশ্বের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তৈরি করে। প্রথমদিকে এই যুদ্ধে ইজরায়েলের পক্ষ নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। পরে ভারত – প্যালেস্তাইনের দীর্ঘদিনের সম্পর্কের কথা সামনে এলে নিজের অবস্থান বদল করেন মোদি। মার্কিন সংস্থার দাবি, এই সময় থেকেই ভারতে মুসলিম বিদ্বেষের হার উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। গবেষণায় উঠে এসেছে, ৬৬৮টি ঘৃণামূলক ভাষণের মধ্যে ৭৫ শতাংশ ঘটনাই ঘটেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। অ-বিজেপিশাসিত রাজ্যে- ১৭০টি, জাতীয় রাজধানী দিল্লিতে-৩৭টি এবং কেন্দ্রীয় সরকার-শাসিত অঞ্চলে-৮টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা ঘটেছে।

উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি ঘৃণামূলক ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছে। মহারাষ্ট্রে মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য রাখার ঘটনা ঘটেছে ১১৮টি। পাশাপাশি উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনাটি ঘটেছে ১০৪টি ও মধ্যপ্রদেশে মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য রাখার ঘটনা ঘটেছে ৬৫টি। দেখা যাচ্ছে, যে তিন রাজ্যে এই ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ উঠেছে, সেই তিন রাজ্যেই বিজেপির শাসন রয়েছে। পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, ২০২৩ সালে যতগুলি ঘৃণামূলক ভাষণের ঘটনা ঘটেছে, তার ৪৩ শতাংশই ঘটেছে এই তিন রাজ্যে।

আরও পড়ুন- ‘দুয়ারে সরকার’-এর অনুকরণে এবার ‘দুয়ারে ডাকঘর’ পরিষেবা!

spot_img
spot_img

Related articles

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...