Wednesday, November 19, 2025

আজ খাতড়ায় প্রশাসনিক সভা, বাঁকুড়াবাসীকে একাধিক প্রকল্পের সুবিধা প্রদান মুখ্যমন্ত্রীর

Date:

বুধবার বাঁকুড়ার (Bankura) খাতড়ায় (Khatra) প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের সভা থেকে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার পুরুলিয়ার পর বুধবারও বাঁকুড়ার মানুষের হাতে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে। তবে লোকসভা নির্বাচনের (loksabha Election) আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ।

আগামী দিনে সাংগঠনিক কাজে জঙ্গলমহলে কোন কোন বিষয়ে বাড়তি নজর দিয়ে এগোতে হবে, সেই বিষয়েই কড়া নজর তৃণমূলের। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এই তিন জেলায় দারুণ ফল করেছিল তৃণমূল কংগ্রেস। যদিও বছর ঘুরতে না ঘুরতেই ফল আশানুরূপ ফল হয়নি ২০১৯ সালের লোকসভা ভোটে। যদিও লোকসভা নির্বাচনের পরে দু’বছর সংগঠন মজবুত করতে নামে জোড়া ফুল শিবির। একেবারে ভেঙে পড়া জঙ্গলমহলের জেলাগুলি থেকে বিধানসভায় একাধিক আসন জয় করে নেয় তারা।

পুরুলিয়ায় সভা করতে গিয়ে বারবার বুথ স্তর পর্যন্ত নেতাদের পৌঁছে যাওয়ার জন্য রাস্তায় নামার কথা বলেছিলেন তিনি। এর মধ্যে দলের কড়া নজর রয়েছে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার। তৃণমূল মনে করছে এই জেলায় ব্যাপক কাজ করা হলেও ভোটের ফল আশানুরূপ নয়। আর সেকারণেই এই জেলায় বাড়তি নজর দিতে বলা হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। এছাড়া আগামী দিনে যাতে রাজ্যের একাধিক উন্নয়নের বিষয় নিয়ে প্রচারে নামা যায় সেদিকে নজর দিতে বলা হয়েছে।

 

 

 

Related articles

সংশোধনাগারের কর্মীদের তথ্য হবে ডিজিটালাইজড: নিয়োগ হচ্ছে কর্মী

সংশোধনাগার দফতরের কাজকর্মকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করে তুলতে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে কর্মরত প্রায় ৪ হাজার কর্মীর সার্ভিস...

নাগরিকত্বের জন্য অনশনে মতুয়ারা, লন্ডনে প্রমোদ ভ্রমণে শান্তনু ঠাকুর!

নাগরিকত্ব থাকবে, না যাবে? আবার কি নতুন করে প্রমাণ করতে হবে যে তাঁরা ভারতীয়? এই দুশ্চিন্তায় যখন গোটা...

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...
Exit mobile version