Wednesday, August 27, 2025

বুধের সকালে হঠাৎ গুজব, ‘প্রয়াত মনোজ মিত্র’! বিষয়টি সামনে আসার পর হতবাক বর্ষীয়ান অভিনেতার পরিবার। কিছুদিন আগেই কিংবদন্তি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্রের (Manoj Mitra) হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ে। চলতি মাসেই অভিনেতার পেসমেকার সার্জারি ছিল। সফল অপারেশনের পর আগের থেকে ভাল আছেন তিনি। তার মাঝেই আচমকা মনোজের (Manoj Mitra) মিথ্যে মৃত্যু সংবাদ ভাইরাল সমাজমাধ্যমে। এতেই বিরক্ত তাঁর পরিবার। বর্ষীয়ান অভিনেতার ভাই তথা খ্যাতনামা সাহিত্যিক অমর মিত্র (Amar Mitra)ফেসবুকে দাদার ছবি শেয়ার করে লেখেন, ‘ভালো আছেন। সুস্থ আছেন। অথচ খারাপ একটি গুজব নেটজগতে ঘুরে বেড়াচ্ছে। সকলের অবগতির জন্য জানাই মনোজ মিত্র সম্পূর্ণ সুস্থ আছেন।’বিশিষ্ট লেখক জানান, আচমকা এমন খবরে তাঁদের খুবই নাজেহাল হতে হয়েছে। ক্রমাগত ফোন এসে যাচ্ছে। রাত বারোটাতেও ফোন করে মনোজ মিত্রর সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। তাই ফেসবুকে লেখা ছাড়া আর কোনও উপায় ছিল না।

৮৫ বছর বয়সী অভিনেতা মঞ্চ, ছোটপর্দা এবং বড়পর্দায় চুটিয়ে কাজ করেছেন। আজও তাঁর কলম বেশ ধারালো। তপন সিনহা পরিচালিত ‘বাঞ্ছারামের বাগান’ আর মনোজ মিত্র যেন সমার্থক হয়ে রয়েছে । আবার সেই সময়ই তিনি দাপিয়ে অভিনয় করছেন মঞ্চেও। বাঙালি অভিনেতাদের একাধারে তিন প্ল্যাটফর্মে কাজ করার এক বিরাট অনুপ্রেরণা মনোজ মিত্র। সম্প্রতি পর্দায় তাঁকে বিশেষ দেখা না গেলেও তিনি আছেন নাটক লেখার মধ্যে। অভিনেতা হিসাবে যেমন তিনি কখনও কমেডিয়ান, কথনও মারাত্মক ভিলেন বা সমব্যথীর চরিত্র অসাধারণ নৈপুণ্যে ফুটিয়ে তুলেছেন, ঠিক তেমনই তাঁর রচিত নাটক। তাঁর একাঙ্ক নাটক ছোটদের জন্য, আবার সময়ের প্রতিফলক হিসাবেও ধরা দিয়েছে। দীর্ঘদিন হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তাঁর তাই পেসমেকার বসাতে হয়েছে। তিনি হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে বিশ্রামে আছেন। এই অবস্থায় কেন তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়াল তাতে বিস্মিত অভিনেতার পরিবার।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version