Monday, November 10, 2025

শাহজাহানকে গ্রেফতারে পুলিশের সঙ্গে CBI-EDকেও নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি সিবিআই (CBI), ইডি (ED) যে কেউ গ্রেফতার করতে পারবে শাহজাহান শেখকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সন্দেশখালি ইস্যুতে বারবার শাহজাহান শেখের গ্রেফতারি নিয়ে আইনি জটিলতার অভিযোগ তোলার পর ২৬ ফেব্রুয়ারি রাজ্য পুলিশকে শাহজাহানের গ্রেফতারির নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বুধবার আবার সেই নির্দেশে সংযোজন কলকাতা হাইকোর্টের।

একদিকে ইডি-র দায়ের করা মামলায় রাজ্যকে পার্টি করা হয়নি। তার ওপর রাজ্য পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলাতেও স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। ফলে রাজ্য পুলিশের পক্ষে তাঁকে গ্রেফতারি সম্ভব হচ্ছে না, স্পষ্টভাবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তোলার পর নতুন নির্দেশ জারি করে হাইকোর্ট। সন্দেশখালি নিয়ে ইডি-র দায়ের করা মামলায় রাজ্য সরকারকে পার্টি না করা হলেও রাজ্যকেই শাহজাহানকে গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়।

বুধবার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয় ইডি-র দায়ের করা মামলায় রাজ্য পুলিশ পার্টি না হওয়ায় কোন ভিত্তিতে তাঁরা শাহজাহানকে গ্রেফতার করবেন। রাজ্যের সওয়ালের বিরোধিতা করে ইডি। তারপরই প্রধান বিচারপতির নির্দেশ রাজ্য পুলিশের পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সি সিবিআই বা ইডি গ্রেফতার করতে পারবে শাহজাহানকে। অন্যদিকে শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া আগের ৪২ মামলার যে কোনওটিতে শাহজাহানকে গ্রেফতার করতে পারে রাজ্য পুলিশ। সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...