Wednesday, January 14, 2026

শাহজাহানকে গ্রেফতারে পুলিশের সঙ্গে CBI-EDকেও নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি সিবিআই (CBI), ইডি (ED) যে কেউ গ্রেফতার করতে পারবে শাহজাহান শেখকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সন্দেশখালি ইস্যুতে বারবার শাহজাহান শেখের গ্রেফতারি নিয়ে আইনি জটিলতার অভিযোগ তোলার পর ২৬ ফেব্রুয়ারি রাজ্য পুলিশকে শাহজাহানের গ্রেফতারির নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বুধবার আবার সেই নির্দেশে সংযোজন কলকাতা হাইকোর্টের।

একদিকে ইডি-র দায়ের করা মামলায় রাজ্যকে পার্টি করা হয়নি। তার ওপর রাজ্য পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলাতেও স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। ফলে রাজ্য পুলিশের পক্ষে তাঁকে গ্রেফতারি সম্ভব হচ্ছে না, স্পষ্টভাবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তোলার পর নতুন নির্দেশ জারি করে হাইকোর্ট। সন্দেশখালি নিয়ে ইডি-র দায়ের করা মামলায় রাজ্য সরকারকে পার্টি না করা হলেও রাজ্যকেই শাহজাহানকে গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়।

বুধবার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয় ইডি-র দায়ের করা মামলায় রাজ্য পুলিশ পার্টি না হওয়ায় কোন ভিত্তিতে তাঁরা শাহজাহানকে গ্রেফতার করবেন। রাজ্যের সওয়ালের বিরোধিতা করে ইডি। তারপরই প্রধান বিচারপতির নির্দেশ রাজ্য পুলিশের পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সি সিবিআই বা ইডি গ্রেফতার করতে পারবে শাহজাহানকে। অন্যদিকে শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া আগের ৪২ মামলার যে কোনওটিতে শাহজাহানকে গ্রেফতার করতে পারে রাজ্য পুলিশ। সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...