Thursday, December 4, 2025

শাহজাহানকে গ্রেফতারে পুলিশের সঙ্গে CBI-EDকেও নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি সিবিআই (CBI), ইডি (ED) যে কেউ গ্রেফতার করতে পারবে শাহজাহান শেখকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সন্দেশখালি ইস্যুতে বারবার শাহজাহান শেখের গ্রেফতারি নিয়ে আইনি জটিলতার অভিযোগ তোলার পর ২৬ ফেব্রুয়ারি রাজ্য পুলিশকে শাহজাহানের গ্রেফতারির নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বুধবার আবার সেই নির্দেশে সংযোজন কলকাতা হাইকোর্টের।

একদিকে ইডি-র দায়ের করা মামলায় রাজ্যকে পার্টি করা হয়নি। তার ওপর রাজ্য পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলাতেও স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। ফলে রাজ্য পুলিশের পক্ষে তাঁকে গ্রেফতারি সম্ভব হচ্ছে না, স্পষ্টভাবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তোলার পর নতুন নির্দেশ জারি করে হাইকোর্ট। সন্দেশখালি নিয়ে ইডি-র দায়ের করা মামলায় রাজ্য সরকারকে পার্টি না করা হলেও রাজ্যকেই শাহজাহানকে গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়।

বুধবার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয় ইডি-র দায়ের করা মামলায় রাজ্য পুলিশ পার্টি না হওয়ায় কোন ভিত্তিতে তাঁরা শাহজাহানকে গ্রেফতার করবেন। রাজ্যের সওয়ালের বিরোধিতা করে ইডি। তারপরই প্রধান বিচারপতির নির্দেশ রাজ্য পুলিশের পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সি সিবিআই বা ইডি গ্রেফতার করতে পারবে শাহজাহানকে। অন্যদিকে শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া আগের ৪২ মামলার যে কোনওটিতে শাহজাহানকে গ্রেফতার করতে পারে রাজ্য পুলিশ। সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

spot_img

Related articles

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...