Thursday, August 21, 2025

আজ লাল-হলুদের সামনে ওড়িশা এফসি, কোচ ছাড়াই আজ পরীক্ষায় ক্লেটনদের

Date:

Share post:

আজ আইএসএলের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ওড়িশা এফসি। মাসখানেক আগে ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে সার্জিও লোবেরার ওড়িশা এফসি-কে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। আবার সেই একই মাঠে একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে তারা। তবে সুপার কাপের ইস্টবেঙ্গলের সঙ্গে এই দলের অনেক ফারাক। দলে নতুন বিদেশি এসেছেন। তার উপর জোড়া ধাক্কায় বেসামাল লাল-হলুদ। কার্ড সমস্যার কারণে দল পাচ্ছে না নির্ভরযোগ্য ডিফেন্ডার হিজাজি মাহেরকে। একই কারণে রয় কৃষ্ণাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগ আউটে থাকবেন না কোচ কার্লোস কুয়াদ্রাত। পরিবর্তে আজ বেঞ্চে বসবেন সহকারী কোচ ডিমাস ডেলগাডো। এই অবস্থায় ওড়িশাকে হারিয়ে লিগে আট নম্বর থেকে প্রথম ছয়ের আরও কাছে পৌঁছনোর কাজটা বেশ কঠিন ক্লেটন সিলভাদের কাছে।

সুপার কাপ ফাইনালের ভিডিও পোস্ট করে লিগ শীর্ষে থাকা ওড়িশা-র তরফে কার্যত হুঁশিয়ারি দিয়ে সেখানে লেখা হয়েছে, ‘‘আমরা কিছুই ভুলে যাইনি।’’ তাই লড়াই খুব কঠিন। কৃষ্ণা, দিয়েগো মরিসিওদের আটকানোর পরীক্ষা হিজাজিহীন ইস্টবেঙ্গল রক্ষণের। ডাগ আউটে না থাকলেও কলিঙ্গের গ্যালারিতেই থাকবেন কুয়াদ্রাত। যুবভারতীর কনফারেন্স রুমের শেষ সারিতে বসে ডেলগাডো, সায়নদের সাংবাদিক সম্মেলন শোনেন স্প্যানিশ কোচ। সোমবার সকালে যুবভারতীতে অনুশীলন করে ভুবনেশ্বর উড়ে যায় ইস্টবেঙ্গল। দলের সঙ্গে গিয়েছেন হরমনজ্যোৎ খাবরা। তিনি খেলতে পারেন। চাপ কমাতে প্র্যাকটিসে বিশ্রাম দেওয়া হয় নন্দ কুমারকে। দলের সঙ্গে রিহ্যাব শুরু করেছেন চোট সারিয়ে ফেরা অস্ট্রেলীয় ডিফেন্ডার জর্ডন এলসে।

কুয়াদ্রাতের সহকারী ডেলগাডো বললেন, ‘‘প্রধান কোচের না থাকার প্রভাব ম্যাচে পড়বে না। আমাদের কাছে এটা খুবই স্বাভাবিক। মরশুমের শুরু থেকে আমরা একসঙ্গে কাজ করছি। সবাই নিজেদের কাজটা জানে। কী করতে হবে তা ছেলেরা জানে। আমরাও বুঝিয়ে দিচ্ছি। তাই আমাদের চিন্তার কিছু নেই।’’ যোগ করেন, ‘‘বড় দলের বিরুদ্ধে আমরা ভাল খেলি। সেটা করেও দেখিয়েছি। আগে ওড়িশার বিরুদ্ধে যেমন লড়াই করেছে দল, আশা করছি এবারও সেটা হবে। ওড়িশার কাজটা কঠিন করতে চাই।’’

কার্ড সমস্যার কারণে মোহনবাগানের বিরুদ্ধে আহমেদ জাহুকে পায়নি ওড়িশা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঝমাঠের সেরা ফুটবলারকে পাবে লোবেরার দল। কুয়াদ্রাতের দল অবশ্য প্রতিপক্ষ নিয়ে মাথা ঘামাতে চায় না।

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...