Sunday, February 1, 2026

আজ লাল-হলুদের সামনে ওড়িশা এফসি, কোচ ছাড়াই আজ পরীক্ষায় ক্লেটনদের

Date:

Share post:

আজ আইএসএলের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ওড়িশা এফসি। মাসখানেক আগে ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে সার্জিও লোবেরার ওড়িশা এফসি-কে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। আবার সেই একই মাঠে একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে তারা। তবে সুপার কাপের ইস্টবেঙ্গলের সঙ্গে এই দলের অনেক ফারাক। দলে নতুন বিদেশি এসেছেন। তার উপর জোড়া ধাক্কায় বেসামাল লাল-হলুদ। কার্ড সমস্যার কারণে দল পাচ্ছে না নির্ভরযোগ্য ডিফেন্ডার হিজাজি মাহেরকে। একই কারণে রয় কৃষ্ণাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগ আউটে থাকবেন না কোচ কার্লোস কুয়াদ্রাত। পরিবর্তে আজ বেঞ্চে বসবেন সহকারী কোচ ডিমাস ডেলগাডো। এই অবস্থায় ওড়িশাকে হারিয়ে লিগে আট নম্বর থেকে প্রথম ছয়ের আরও কাছে পৌঁছনোর কাজটা বেশ কঠিন ক্লেটন সিলভাদের কাছে।

সুপার কাপ ফাইনালের ভিডিও পোস্ট করে লিগ শীর্ষে থাকা ওড়িশা-র তরফে কার্যত হুঁশিয়ারি দিয়ে সেখানে লেখা হয়েছে, ‘‘আমরা কিছুই ভুলে যাইনি।’’ তাই লড়াই খুব কঠিন। কৃষ্ণা, দিয়েগো মরিসিওদের আটকানোর পরীক্ষা হিজাজিহীন ইস্টবেঙ্গল রক্ষণের। ডাগ আউটে না থাকলেও কলিঙ্গের গ্যালারিতেই থাকবেন কুয়াদ্রাত। যুবভারতীর কনফারেন্স রুমের শেষ সারিতে বসে ডেলগাডো, সায়নদের সাংবাদিক সম্মেলন শোনেন স্প্যানিশ কোচ। সোমবার সকালে যুবভারতীতে অনুশীলন করে ভুবনেশ্বর উড়ে যায় ইস্টবেঙ্গল। দলের সঙ্গে গিয়েছেন হরমনজ্যোৎ খাবরা। তিনি খেলতে পারেন। চাপ কমাতে প্র্যাকটিসে বিশ্রাম দেওয়া হয় নন্দ কুমারকে। দলের সঙ্গে রিহ্যাব শুরু করেছেন চোট সারিয়ে ফেরা অস্ট্রেলীয় ডিফেন্ডার জর্ডন এলসে।

কুয়াদ্রাতের সহকারী ডেলগাডো বললেন, ‘‘প্রধান কোচের না থাকার প্রভাব ম্যাচে পড়বে না। আমাদের কাছে এটা খুবই স্বাভাবিক। মরশুমের শুরু থেকে আমরা একসঙ্গে কাজ করছি। সবাই নিজেদের কাজটা জানে। কী করতে হবে তা ছেলেরা জানে। আমরাও বুঝিয়ে দিচ্ছি। তাই আমাদের চিন্তার কিছু নেই।’’ যোগ করেন, ‘‘বড় দলের বিরুদ্ধে আমরা ভাল খেলি। সেটা করেও দেখিয়েছি। আগে ওড়িশার বিরুদ্ধে যেমন লড়াই করেছে দল, আশা করছি এবারও সেটা হবে। ওড়িশার কাজটা কঠিন করতে চাই।’’

কার্ড সমস্যার কারণে মোহনবাগানের বিরুদ্ধে আহমেদ জাহুকে পায়নি ওড়িশা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঝমাঠের সেরা ফুটবলারকে পাবে লোবেরার দল। কুয়াদ্রাতের দল অবশ্য প্রতিপক্ষ নিয়ে মাথা ঘামাতে চায় না।

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

শুক্রের পরে শনিতে: রাজ্য পুলিশে ফের সংশোধন ও রদবদল

শুক্রবার রাজ্য পুলিশের ডিজি পদে এসেছেন পীযূষ পাণ্ডে। এরকমই রাজ্যের পুলিশের (West Bengal police) শীর্ষ পদে ব্যাপক রদবদল...

সোমে মাধ্যমিক, এখনও নেই অ্যাডমিট! ৮৬টি স্কুলকে চরম হুঁশিয়ারি পর্ষদের

হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। সোমবার থেকেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’। অথচ দুশ্চিন্তার পাহাড়...

নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন ‘অ্যাক্রোপলিস মল’ মহিলা ক্রেতা ও চালকদের সুবিধার্থে একগুচ্ছ অভিনব পদক্ষেপ গ্রহণ করল। মহিলাদের...

সেঞ্চুরির পর কিপিংয়ের মহড়াও সারলেন ঈশান, বিশ্বকাপের প্রথম একাদশ বেছে নিলেন গম্ভীর?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৪৬ রানে জিতল ভারত(India)। সিরিজের ফল ৪-১ । টি২০ বিশ্বকাপ শুরুর সাত দিন...