Friday, December 19, 2025

ক্যামেরার চার্জ শেষ হয়ে যাওয়ার অপরাধ! রাগে যুবককে গুলি করে খুন বিহারে

Date:

Share post:

জামতাড়ার (Jamtara) রেল দুর্ঘটনার (Rail Accident) ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। এমন আবহে ফের শুটআউটের (Shootout) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নীতীশ (Nitish Kumar) গড় বিহারে (Bihar)। দিন কয়েক আগেই পালটি খেয়ে বিজেপির হাত ধরে নতুন সরকার গঠন করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর রাজনৈতিক পালাবদল ঘটতেই একের পর এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকছে বিহারবাসী। সূত্রের খবর, বিহারের দ্বারভাঙ্গা জেলায় (Darbhanga District) এক জন্মদিনের (Birthday Party) পার্টিতে ক্যামেরাম্যানকে গুলি করে হত্যার অভিযোগ উঠল। মৃতের নাম সুশীল সাহানি। অভিযোগ বৃহস্পতিবার রাতে জন্মদিনের অনুষ্ঠানের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভুল করেছিলেন ওই যুবক। আর সেই অপরাধেই ফটোগ্রাফারকে লক্ষ্য করে চলে গুলি। দ্বারভাঙ্গার বাহেরি থানার অন্তর্গত মাখানা গ্রামের দুর্ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে।

এদিকে গুলি লাগার পরই গুরুতর আহত অবস্থায় সুশীলকে দ্বারভাঙ্গা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন সুশীল কুমারের মুখে গুলি লাগে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রাকেশ সাহানি-সহ তাঁর গোটা পরিবার। সূত্রের খবর, এই রাকেশের বাড়িতেই তাঁর মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের ছবি তোলার জন্য ডেকে আনা হয়েছিল ক্যামেরাম্যান সুশীলকে। কিন্তু তিনি বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করার সময় আচমকাই তাঁর ক্যামেরার চার্জ শেষ হয়ে যায়। আর সেই রাগেই নাকি তাঁর মুখ তাক করে গুলি করে খুন করে রাকেশ।

যদিও পরে অভিযুক্তই তাঁর দলবল নিয়ে সুশীলকে হাসপাতালে নিয়ে গেলেও ধরা পড়ে যাওয়ার ভয়ে তাঁকে হাস্পাতালের গেটে ফেলে রেখেই চম্পট দেয়। এরপর হাসপাতালের চিকিৎসকরা তাঁকে উদ্ধার করে চিকিৎসা শুরু করেন। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...