Monday, November 17, 2025

বাংলার কথা বলেছি: রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য-বৈঠক সেরে বেরিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

প্রধানমন্ত্রী রাজ্যে এলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করাই সৌজন্য। শুক্রবার সন্ধেয় রাজভবনে গিয়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করার পর একথাই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি যে বাংলার ন্যায্য পাওনা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, সে কথাও সূক্ষ্ণভাবে জানিয়ে দেন মমতা। তবে, জনসভা থেকে রাজ্যে শাসকদলকে মোদি যে আক্রমণ করেছেন তার জবাব দলীয়ভাবে দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দুদিনের সফরে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। এদিন, বিকেলে আরামবাগের সভা থেকে রাজ্যের শাসকদলকে নিশানা করেন মোদি। সন্দেশখালি (Sandeshkhali) থেকে শুরু করে বিভিন ইস্যুতে ইঠে আসে প্রধানমন্ত্রীর ভাষণে। অথচ বাংলায় যে কেন্দ্রীয় প্রকল্পের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত- তা নিয়ে কোনও শব্দ খরচ করেননি তিনি। এরপরেই রাজভবনে (Rajbhavan) ফিরলে গিয়ে দেখা করেন বাংলার মুখ্যমন্ত্রী। বৈঠক সেরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ। প্রোটোকল মেনেই তিনি এসেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বাংলার যা কথা তা বলেছি। এদিন রাজভবনে ঢোকার সময় মুখ্যমন্ত্রী হাতে বেশ কয়েকটি ফাইল ছিল।

জনসভা থেকে মোদি যে তৃণমূলকে আক্রমণ করেছেন তার জবাব দল দেবে। রাজনৈতিকভাবেই তার জবাব দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এদিন রাজভবনে রাজনীতির কথা তিনি বলতে আসেননি বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্য উপহার স্বরূপ বাংলার মিষ্টি নিয়ে গিয়েছিলেন বলেও জানান মমতা।



Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version