Thursday, August 21, 2025

গাজায় ফের হামলা ইজরায়েলের! সাহায্য কেন্দ্রে চলল এলোপাথাড়ি গুলি, বাড়ছে মৃতের সংখ্যা

Date:

যুদ্ধ বিধ্বস্ত গাজায় (Gaza) ফের নতুন করে হামলা চালাল ইজরায়েল (Israel)। বৃহস্পতিবার গাজার একটি সাহায্য কেন্দ্রে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১০৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা ইতিমধ্যে ৭০০ ছাড়িয়েছে। গাজা শহরের উত্তর এলাকায় অবস্থিত ওই সাহায্য কেন্দ্রে জড়ো হওয়া মানুষদের উপর নির্বিচারে হামলা চালায় ইজরায়েল সেনা। পাল্টা সেনা বাহিনীর মতে, তাঁদের উপর হামলার আশঙ্কা থেকেই পাল্টা আক্রমণ চালানো হয়েছে।

যদিও প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক ঘটনাকে একটি ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে বর্ণনা করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি মন্ত্রকের তরফে নিশ্চিত করা হয়েছে এখনও পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বর্তমানে ৭৬০। ইতিমধ্যে আহতের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, খাবার জোগাড়ের তাগিদে সাধারণ মানুষ গাজা শহরের নাবুলসি এলাকার গোলচত্বরে জড়ো হয়েছিল। সেখানে এসে পৌঁছয় সাহায্যকারী ট্রাকও। আর সেই ট্রাক দেখতে পেয়েই মানুষ ছুটে আসে। অন্যদিকে, খাবার বোঝাই ট্রাকগুলির কাছেই দাঁড়িয়েছিল দুটি সেনা বাহিনীর ট্যাঙ্কও। সেনা বাহিনী মনে করেছিল উত্তেজিত মানুষ তাদের ওপর চড়াও হতে পারে। আর তার জেরেই আচমকা নেমে আসে আক্রমণ।

অন্যদিকে ইজরায়েল সেনা বাহিনীর মতে, গাজায় খাবারের ট্রাকগুলিকে ঘিরে ফেলেছিল সাধারণ মানুষ। তারা খাবার লুঠ করতে উদ্যোগ নিয়েছিল। সেই কারণে তাদের থামাতেই গুলি চালানো হয়। তবে গোটা ঘটনা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে প্রশাসন।

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version