Friday, November 7, 2025

গাজায় ফের হামলা ইজরায়েলের! সাহায্য কেন্দ্রে চলল এলোপাথাড়ি গুলি, বাড়ছে মৃতের সংখ্যা

Date:

যুদ্ধ বিধ্বস্ত গাজায় (Gaza) ফের নতুন করে হামলা চালাল ইজরায়েল (Israel)। বৃহস্পতিবার গাজার একটি সাহায্য কেন্দ্রে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১০৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা ইতিমধ্যে ৭০০ ছাড়িয়েছে। গাজা শহরের উত্তর এলাকায় অবস্থিত ওই সাহায্য কেন্দ্রে জড়ো হওয়া মানুষদের উপর নির্বিচারে হামলা চালায় ইজরায়েল সেনা। পাল্টা সেনা বাহিনীর মতে, তাঁদের উপর হামলার আশঙ্কা থেকেই পাল্টা আক্রমণ চালানো হয়েছে।

যদিও প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক ঘটনাকে একটি ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে বর্ণনা করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি মন্ত্রকের তরফে নিশ্চিত করা হয়েছে এখনও পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বর্তমানে ৭৬০। ইতিমধ্যে আহতের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, খাবার জোগাড়ের তাগিদে সাধারণ মানুষ গাজা শহরের নাবুলসি এলাকার গোলচত্বরে জড়ো হয়েছিল। সেখানে এসে পৌঁছয় সাহায্যকারী ট্রাকও। আর সেই ট্রাক দেখতে পেয়েই মানুষ ছুটে আসে। অন্যদিকে, খাবার বোঝাই ট্রাকগুলির কাছেই দাঁড়িয়েছিল দুটি সেনা বাহিনীর ট্যাঙ্কও। সেনা বাহিনী মনে করেছিল উত্তেজিত মানুষ তাদের ওপর চড়াও হতে পারে। আর তার জেরেই আচমকা নেমে আসে আক্রমণ।

অন্যদিকে ইজরায়েল সেনা বাহিনীর মতে, গাজায় খাবারের ট্রাকগুলিকে ঘিরে ফেলেছিল সাধারণ মানুষ। তারা খাবার লুঠ করতে উদ্যোগ নিয়েছিল। সেই কারণে তাদের থামাতেই গুলি চালানো হয়। তবে গোটা ঘটনা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে প্রশাসন।

 

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version