Monday, May 5, 2025

১) এগিয়ে থেকেও ওড়িশা এফসির কাছে ১-২ গোলে হারাল ইস্টবেঙ্গল এফসি। মরশুমের দ্রুততম গোল করেও ফের দুই গোল খেয়ে হারতে হল লাল-হলুদকে। প্রথম মিনিটেই পিভি বিষ্ণুর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ওড়িশার রক্ষণকে বোকা বানিয়ে গোল করেন বিষ্ণু। তবে সেই গোল ধরে রাখতে না পেরেই হারতে হল লাল-হলুদকে, ২-১ গোলে।

 

২) ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ক্রিকেটার ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়রকে। অবাধ্যতার শাস্তিস্বরূপ বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন দুই ক্রিকেটার। গতকালই পেশ করা হয়েছে এই বার্ষিক চুক্তির তালিকা। সেখানে ৩০ জনের তালিকায় নেই ঈশান-শ্রেয়াস। আর এবার এই দুই ক্রিকেটারের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের মতে, জোরালো কামব্যাক করবে এই দুই প্রতিভাবান ক্রিকেটার।

৩) ৭ মার্চ ধরমশালায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। আর এই ম্যাচের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। চোটের কারণে দলে সুযোগ পেলেন না কে এল রাহুল। তবে দলে ফিরলেন যশপ্রীত বুমরাহ। ছেড়ে দেওয়া হল ওয়াশিংটন সুন্দরকে। ইতিমধ্যে ইংরেজদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই সিরিজ পকেটে পুরেছে রোহিত শর্মার দল। সিরিজে ৩-১ এগিয়ে টিম ইন্ডীয়া। শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার। তবুও এই ম্যাচ হালকাভাবে নিতে নারাজ ভারতীয় দল।

৪) ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ক্রিকেটার ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়রকে। অবাধ্যতার শাস্তিস্বরূপ বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন দুই ক্রিকেটার। গতকালই পেশ করা হয়েছে এই বার্ষিক চুক্তির তালিকা। সেখানে ৩০ জনের তালিকায় নেই ঈশান-শ্রেয়াস। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে , শ্রেয়স-ঈশানরা রঞ্জিট্রফি না খেলায় অবাক তিনি।

৫) বিশ্ব ফুটবলে বিস্ফোরন। ডোপিং-এর অভিযোগে নির্বাসিত ফ্রান্সের ফুটবলার পল পোগবা। চার বছরের জন্য নির্বাসিত তিনি। এমনটাই খবর ইতালির এক সংবাদমাধ্যমের। এই মুহুর্তে ক্লাব ফুটবলে জুভেন্তাসের হয়ে খেলেন পোগবা। ডোপিং-এর অভিযোগে আগামী চার বছর আর কোনও ধরনের পেশাদার ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি ।

আরও পড়ুন – এগিয়ে থেকেও ওড়িশার কাছে à§§-২ গোলে হার লাল-হলুদের

 

Related articles

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ...

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...
Exit mobile version