Saturday, May 3, 2025

ফের হার ইস্টবেঙ্গল এফসির। এদিন এগিয়ে থেকেও ওড়িশা এফসির কাছে ১-২ গোলে হারাল কার্লোস কুয়াদ্রাতের দল। মরশুমের দ্রুততম গোল করেও ফের দুই গোল খেয়ে হারতে হল লাল-হলুদকে। প্রথম মিনিটেই পিভি বিষ্ণুর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ওড়িশার রক্ষণকে বোকা বানিয়ে গোল করেন বিষ্ণু। তবে সেই গোল ধরে রাখতে না পেরেই হারতে হল লাল-হলুদকে ২-১ গোলে।

বিষ্ণু মাত্র ৩২ সেকেন্ডে জাল খুঁজে পেয়েছেন। বিষ্ণু একটি থ্রো-ইন গ্রহণ করেন এবং একটি দারুণ দৌড় নেয়। তিনি ওড়িশার তিনজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ভিতর চলে যান এবং অমরিন্দরকে বোকা বানিয়ে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। পেনাল্টি বক্সের মধ্যে তিন ফুটবলারকে কাটিয়ে গোল করে যান তরুণ বিষ্ণু। তাঁর গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে গোল খেয়েই চাপ বাড়াতে শুরু করে সের্জিও লোবেরার দল। ওড়িশার নরেন্দ্র গেহলট, ইশাক রালতে বারেবারে আক্রমণ করতে থাকেন। ৩৮ মিনিটে যদিও সমতা ফেরায় ওড়িশা। পেনাল্টি থেকে গোল করে যান দিয়েগো মরিসিও। পেনাল্টি বক্সের মধ্যে তাঁকে ফাউল করে ফেলে দেন মহম্মদ রাকিপ। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এই পেনাল্টির বিরুদ্ধে আবেদন করা হলেও তা স্বাভাবিক ভাবেই শোনেননি রেফারি। প্রভসুকান গিল ঠিক দিকে ঝাঁপালেও শটের জোর এতটাই ছিল যে বল জালে ঢুকে যায়। গোল খেয়ে দ্বিতীয়ার্ধে তিন ফুটবলার পরিবর্তন করে ইস্টবেঙ্গঅল। তবে তাতেও লাভ হয়নি। দ্বিতীয়ার্ধে আরও এক গোল খেয়ে ম্যাচ হেরে মাঠ ছাড়ে লাল-হলুদ।

জাহু কর্ণার করেন। সেখানে তিনি প্রথম পোস্টে নীচু বল রাখেন এবং প্রিন্সটন বলের কাছে পৌঁছে যান। সেখান থেকেই ম্যাচের ৬১ মিনিটে ফল ২-১ করে ওড়িশা। এরপর থেকে আর গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। তবে গোল খাওয়ার পরে ইস্টবেঙ্গল জেভাবে তেড়েফুঁড়ে আক্রমণ শুরু করেন ক্লেটন সিলভারা। তা দেখে অনেক সমর্থকই বলতে পারেন, ম্যাচের শুরু থেকে কেন এভাবে আক্রমণের রাস্তায় হাঁটছে না ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- ডো.পিং-এর অভিযোগে নি.র্বাসিত ফ্রান্সের ফুটবলার পল পোগবা

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version