Saturday, August 23, 2025

ডিভোর্স মামলায় ‘পদবি’ পরিবর্তন নিয়ে ঝঞ্ঝাট, স্বামীর NOC চাইলো সরকার!

Date:

বিয়ের পর স্বামীর পদবি নেন স্ত্রী। যুগের পর যুগ এমনটাই হয়ে আসছে। কিন্তু দুজন মানুষ যখন ‘আলাদা আলাদা’ পথে জীবন এগিয়ে নিয়ে যেতে চাইছেন তখনও এই ‘পদবি’ ঝঞ্ঝাট বাঁধাতে পারে? সহজ উত্তর ‘হ্যাঁ’। অন্তত দিব্যা মোদির (Divya Modi) সঙ্গে এমনটাই হয়েছে। বিবাহ বিচ্ছেদের সঙ্গে সঙ্গে স্বামীর পদবি নিজের নামের থেকে ছেঁটে ফেলতে এবার নথি চাইল সরকার। স্বামীর NOC বাধ্যতামূলক বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এরপরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ওই মহিলা। বিতর্কিত বিজ্ঞপ্তিটি জারি করেছিল কেন্দ্রীয় সরকারের আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রক।

দিব্যা জানিয়েছেন বিয়ের পর তিনি নিজের নামের সঙ্গে স্বামীর পদবি যুক্ত করেছিলেন। তাঁর নাম হয়েছিল দিব্যা মোদি টোঙ্গা। কিন্তু বর্তমানে তিনি বিবাহবিচ্ছেদের পথে। আদালতে সেই মামলাও চলছে। এই পরিস্থিতিতে স্বামীর পদবি আর রাখতে চান না তিনি। এই আবেদন করতে গিয়েই বিপাকে পড়েছেন তিনি। তাঁর কাছে একটি সরকারি বিজ্ঞপ্তি গিয়েছে। যেখানে বলা হয়েছে, পদবি পরিবর্তনের জন্য নথি দেখাতে হবে মহিলাকে। হয় স্বামীর অনুমতিপত্র লাগবে নাহলে ডিভোর্সের নথি দেখাতে হবে। যেহেতু বিবাহবিচ্ছেদের মামলা চলছে তাই সেই মামলা শেষ হওয়া না পর্যন্ত সেই নথি তার হাতে পৌঁছবে না। তাই বলে ততদিন অপেক্ষা করতে হবে। তাই বলে ততদিন অপেক্ষা করতে হবে? দিল্লি হাই কোর্টে নিজের আবেদনে দিব্যা জানিয়েছেন, সরকারি ওই বিজ্ঞপ্তি তাঁর সংবিধানস্বীকৃত ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। মহিলার আবেদনের প্রেক্ষিতে আদালত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ব্যাখ্যা তলব করেছে বলে জানা যাচ্ছে। ২৮ মে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমীত প্রীতম সিং আরোরার ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি।


Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version