Wednesday, November 5, 2025

ডিভোর্স মামলায় ‘পদবি’ পরিবর্তন নিয়ে ঝঞ্ঝাট, স্বামীর NOC চাইলো সরকার!

Date:

বিয়ের পর স্বামীর পদবি নেন স্ত্রী। যুগের পর যুগ এমনটাই হয়ে আসছে। কিন্তু দুজন মানুষ যখন ‘আলাদা আলাদা’ পথে জীবন এগিয়ে নিয়ে যেতে চাইছেন তখনও এই ‘পদবি’ ঝঞ্ঝাট বাঁধাতে পারে? সহজ উত্তর ‘হ্যাঁ’। অন্তত দিব্যা মোদির (Divya Modi) সঙ্গে এমনটাই হয়েছে। বিবাহ বিচ্ছেদের সঙ্গে সঙ্গে স্বামীর পদবি নিজের নামের থেকে ছেঁটে ফেলতে এবার নথি চাইল সরকার। স্বামীর NOC বাধ্যতামূলক বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এরপরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ওই মহিলা। বিতর্কিত বিজ্ঞপ্তিটি জারি করেছিল কেন্দ্রীয় সরকারের আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রক।

দিব্যা জানিয়েছেন বিয়ের পর তিনি নিজের নামের সঙ্গে স্বামীর পদবি যুক্ত করেছিলেন। তাঁর নাম হয়েছিল দিব্যা মোদি টোঙ্গা। কিন্তু বর্তমানে তিনি বিবাহবিচ্ছেদের পথে। আদালতে সেই মামলাও চলছে। এই পরিস্থিতিতে স্বামীর পদবি আর রাখতে চান না তিনি। এই আবেদন করতে গিয়েই বিপাকে পড়েছেন তিনি। তাঁর কাছে একটি সরকারি বিজ্ঞপ্তি গিয়েছে। যেখানে বলা হয়েছে, পদবি পরিবর্তনের জন্য নথি দেখাতে হবে মহিলাকে। হয় স্বামীর অনুমতিপত্র লাগবে নাহলে ডিভোর্সের নথি দেখাতে হবে। যেহেতু বিবাহবিচ্ছেদের মামলা চলছে তাই সেই মামলা শেষ হওয়া না পর্যন্ত সেই নথি তার হাতে পৌঁছবে না। তাই বলে ততদিন অপেক্ষা করতে হবে। তাই বলে ততদিন অপেক্ষা করতে হবে? দিল্লি হাই কোর্টে নিজের আবেদনে দিব্যা জানিয়েছেন, সরকারি ওই বিজ্ঞপ্তি তাঁর সংবিধানস্বীকৃত ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। মহিলার আবেদনের প্রেক্ষিতে আদালত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ব্যাখ্যা তলব করেছে বলে জানা যাচ্ছে। ২৮ মে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমীত প্রীতম সিং আরোরার ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি।


Related articles

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...
Exit mobile version