Tuesday, August 26, 2025

বাংলার নৃত্যশিল্পীকে গুলি করে খুন, আমেরিকায় বাড়ছে ভারতীয়দের মৃত্যু

Date:

আমেরিকায় গুলি করে খুন আরও এক ভারতীয়। বাংলার নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মর্মান্তিক মৃত্যুর পর অনুরাগী, বন্ধুরা বিদেশমন্ত্রকের কাছে দাবি করছেন যেন কোনও ভাবে তাঁরা জানতে পারেন কীভাবে শেষ হয়ে গেলেন এই প্রতিভা। পাশাপাশি বাবা-মা হারা অমরনাথের পরিবার চাইছে তাঁর দেহ। জনপ্রিয় নৃত্যশিল্পীর আকস্মিক মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়েছে। আমেরিকায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে তোলা হচ্ছে বিরাট প্রশ্ন।

আলাবামায় মাত্র ৭দিনের ব্যবধানে খুন হয়েছেন এক ভারতীয় ও আরেক ভারতীয় বংশদ্ভূত ব্যবসায়ী। এবার সেই তালিকায় নতুন সংযোজন বাঙালি কুচিপুরি নৃত্যশিল্পী অমরনাথ ঘোষ। সিউড়ির বাসিন্দা অমরানাথ ঘোষের(৩৫) মৃত্যুর খবর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর কাকা-কাকিমার কাছে অমরনাথের এক বন্ধু মারফৎ খবর আসে ২৭ ফেব্রুয়ারি তাঁকে কেউ গুলি করে হত্যা করেছে। ছোটবেলায় বাবাকে হারানো অমরনাথ বীরভূমের সিউড়ির ডাঙ্গালপাড়ায় কাকা শ্যামল ঘোষ, কাকিমা ভগবতী ঘোষের বাড়িতে মানুষ। তিন বছর আগে মাকেও হারান তিনি। তবে ছোটবেলা থেকে নাচের জগৎ বিশেষত রবীন্দ্রনৃত্যের সঙ্গে বেড়ে ওঠা অমরনাথের এই শিল্পে খ্যাতির শিখরে উঠতে বেশি সময় লাগেনি।

নাচ নিয়ে গবেষণায় আমেরিকার সেন্ট লুইসে ছিলেন তিনি বর্তমানে। পড়াশোনার পাশাপাশি নাচের শিক্ষকতাও করতেন তিনি সেখানে। ২৭ তারিখ বিকালে হাঁটতে বেরোনোর পর অজ্ঞাতপরিচয় আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে পরিবারের কাকা-কাকিমার কাছে দেহ দেশের ফেরানোর জন্য পরিচয়পত্র চাওয়া হয়। পরে তা নাকচ করে আমেরিকাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করার কথা জানান তাঁর বন্ধু। এরপরই সিউড়ি থানার দ্বারস্থ হন শ্যামল ঘোষ ও ভগবতী ঘোষ। তাঁদের দাবি তাঁরা অমরনাথের দেহ ফিরে পেতে চান। সোশ্যাল মিডিয়ায় অমরনাথের নৃত্যের ভক্তরা কেন্দ্র সরকার ও বিদেশ মন্ত্রকের কাছে এই ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন। শিল্পীর মৃত্যুর কারণ জানতে সোশ্যাল মিডিয়া তোলপাড়।

Related articles

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...
Exit mobile version