Thursday, August 21, 2025

শুভেন্দুর খালিস্তানি মন্তব্যের জের, দেখা করতে চেয়ে মোদিকে চিঠি শিখ সম্প্রদায়ের

Date:

কিছুদিন আগে সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল বিজেপি প্রতিনিধি দলকে। ওই সময় রাজ্যের এক শিখ সম্প্রদায়ের আইপিএস-কে খালিস্তানি বলেন শুভেন্দু অধিকারী, আগ্নিমিত্রা পলরা। তারপর শোরগোল পড়ে যায়। শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরেও ক্ষোভে ফেটে পড়েন শিখ সমাজের মানুষজন।

জল গড়ায় বহুদূর। সেন্ট্রাল এভিনিউয়ে বিজেপি দফতরের সামনে জাতীয় পতাকা নিয়ে লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন শিখ সম্প্রদায়ের মানুষ। কলকাতা ও জেলায় জেলায় প্রতিবাদ মিছিলে ধিক্কার জানানো হয়। প্রতিবাদে সামিল হয়েছেন শিখদের ধর্মগুরুরাও। এমন মন্তব্যের জন্য শুধু শুভেন্দু বা অগ্নিমিত্রা নয়, শিখরা প্রধান মন্ত্রী মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন।

এই মুহূর্তে বঙ্গ সফরে এসেছেন মোদি। শুক্রবার আরামবাগে জনসভার পর রাত কাটাবেন রাজভবনে। শনিবার যাবেন কৃষ্ণনগরে। তার আগে বিজেপি দফতরের বাইরে শিখ সম্প্রদায়ের যে মানুষজন গত ১০ দিন ধরে প্রতিবাদ করছেন, তাঁদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে দেখা করার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন।

এর আগে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকার দ্বারস্থ হয়েছিল শিখ সম্প্রদায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছেও তাঁরা নালিশ করেছেন। ভবানীপুর থানায় শুভেন্দুর বিদ্বেষমূলক মন্তব্য নিয়ে অভিযোগও জানিয়েছিলেন শিখরা। এবার তাঁরা সরাসরি প্রধানন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version