Thursday, August 21, 2025

বাংলার নৃত্যশিল্পীকে গুলি করে খুন, আমেরিকায় বাড়ছে ভারতীয়দের মৃত্যু

Date:

আমেরিকায় গুলি করে খুন আরও এক ভারতীয়। বাংলার নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মর্মান্তিক মৃত্যুর পর অনুরাগী, বন্ধুরা বিদেশমন্ত্রকের কাছে দাবি করছেন যেন কোনও ভাবে তাঁরা জানতে পারেন কীভাবে শেষ হয়ে গেলেন এই প্রতিভা। পাশাপাশি বাবা-মা হারা অমরনাথের পরিবার চাইছে তাঁর দেহ। জনপ্রিয় নৃত্যশিল্পীর আকস্মিক মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়েছে। আমেরিকায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে তোলা হচ্ছে বিরাট প্রশ্ন।

আলাবামায় মাত্র ৭দিনের ব্যবধানে খুন হয়েছেন এক ভারতীয় ও আরেক ভারতীয় বংশদ্ভূত ব্যবসায়ী। এবার সেই তালিকায় নতুন সংযোজন বাঙালি কুচিপুরি নৃত্যশিল্পী অমরনাথ ঘোষ। সিউড়ির বাসিন্দা অমরানাথ ঘোষের(৩৫) মৃত্যুর খবর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর কাকা-কাকিমার কাছে অমরনাথের এক বন্ধু মারফৎ খবর আসে ২৭ ফেব্রুয়ারি তাঁকে কেউ গুলি করে হত্যা করেছে। ছোটবেলায় বাবাকে হারানো অমরনাথ বীরভূমের সিউড়ির ডাঙ্গালপাড়ায় কাকা শ্যামল ঘোষ, কাকিমা ভগবতী ঘোষের বাড়িতে মানুষ। তিন বছর আগে মাকেও হারান তিনি। তবে ছোটবেলা থেকে নাচের জগৎ বিশেষত রবীন্দ্রনৃত্যের সঙ্গে বেড়ে ওঠা অমরনাথের এই শিল্পে খ্যাতির শিখরে উঠতে বেশি সময় লাগেনি।

নাচ নিয়ে গবেষণায় আমেরিকার সেন্ট লুইসে ছিলেন তিনি বর্তমানে। পড়াশোনার পাশাপাশি নাচের শিক্ষকতাও করতেন তিনি সেখানে। ২৭ তারিখ বিকালে হাঁটতে বেরোনোর পর অজ্ঞাতপরিচয় আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে পরিবারের কাকা-কাকিমার কাছে দেহ দেশের ফেরানোর জন্য পরিচয়পত্র চাওয়া হয়। পরে তা নাকচ করে আমেরিকাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করার কথা জানান তাঁর বন্ধু। এরপরই সিউড়ি থানার দ্বারস্থ হন শ্যামল ঘোষ ও ভগবতী ঘোষ। তাঁদের দাবি তাঁরা অমরনাথের দেহ ফিরে পেতে চান। সোশ্যাল মিডিয়ায় অমরনাথের নৃত্যের ভক্তরা কেন্দ্র সরকার ও বিদেশ মন্ত্রকের কাছে এই ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন। শিল্পীর মৃত্যুর কারণ জানতে সোশ্যাল মিডিয়া তোলপাড়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version