Wednesday, May 7, 2025

আমেরিকায় গুলি করে খুন আরও এক ভারতীয়। বাংলার নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের মর্মান্তিক মৃত্যুর পর অনুরাগী, বন্ধুরা বিদেশমন্ত্রকের কাছে দাবি করছেন যেন কোনও ভাবে তাঁরা জানতে পারেন কীভাবে শেষ হয়ে গেলেন এই প্রতিভা। পাশাপাশি বাবা-মা হারা অমরনাথের পরিবার চাইছে তাঁর দেহ। জনপ্রিয় নৃত্যশিল্পীর আকস্মিক মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়েছে। আমেরিকায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে তোলা হচ্ছে বিরাট প্রশ্ন।

আলাবামায় মাত্র ৭দিনের ব্যবধানে খুন হয়েছেন এক ভারতীয় ও আরেক ভারতীয় বংশদ্ভূত ব্যবসায়ী। এবার সেই তালিকায় নতুন সংযোজন বাঙালি কুচিপুরি নৃত্যশিল্পী অমরনাথ ঘোষ। সিউড়ির বাসিন্দা অমরানাথ ঘোষের(৩৫) মৃত্যুর খবর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর কাকা-কাকিমার কাছে অমরনাথের এক বন্ধু মারফৎ খবর আসে ২৭ ফেব্রুয়ারি তাঁকে কেউ গুলি করে হত্যা করেছে। ছোটবেলায় বাবাকে হারানো অমরনাথ বীরভূমের সিউড়ির ডাঙ্গালপাড়ায় কাকা শ্যামল ঘোষ, কাকিমা ভগবতী ঘোষের বাড়িতে মানুষ। তিন বছর আগে মাকেও হারান তিনি। তবে ছোটবেলা থেকে নাচের জগৎ বিশেষত রবীন্দ্রনৃত্যের সঙ্গে বেড়ে ওঠা অমরনাথের এই শিল্পে খ্যাতির শিখরে উঠতে বেশি সময় লাগেনি।

নাচ নিয়ে গবেষণায় আমেরিকার সেন্ট লুইসে ছিলেন তিনি বর্তমানে। পড়াশোনার পাশাপাশি নাচের শিক্ষকতাও করতেন তিনি সেখানে। ২৭ তারিখ বিকালে হাঁটতে বেরোনোর পর অজ্ঞাতপরিচয় আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে পরিবারের কাকা-কাকিমার কাছে দেহ দেশের ফেরানোর জন্য পরিচয়পত্র চাওয়া হয়। পরে তা নাকচ করে আমেরিকাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করার কথা জানান তাঁর বন্ধু। এরপরই সিউড়ি থানার দ্বারস্থ হন শ্যামল ঘোষ ও ভগবতী ঘোষ। তাঁদের দাবি তাঁরা অমরনাথের দেহ ফিরে পেতে চান। সোশ্যাল মিডিয়ায় অমরনাথের নৃত্যের ভক্তরা কেন্দ্র সরকার ও বিদেশ মন্ত্রকের কাছে এই ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন। শিল্পীর মৃত্যুর কারণ জানতে সোশ্যাল মিডিয়া তোলপাড়।

Related articles

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...
Exit mobile version