Monday, August 25, 2025

পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যেই দ্বাদশ শ্রেণীর জোড়া প্রশ্নপত্র ফাঁস! তলানিতে যোগীরাজ্যের ‘শিক্ষাব্যবস্থা’

Date:

পরীক্ষা শুরু হয়েছে এক ঘণ্টাও হয়নি। এর মধ্যেই আচমকা দুটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস (Question Leak)। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে যোগীরাজ্য উত্তর প্রদেশে (Uttar Pradesh)। দিন কয়েক আগেই যোগী রাজ্যে পুলিশ কনস্টেবলের চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে দ্বাদশ শ্রেণীর (Class Twelve) প্রশ্নপত্র ফাঁস হতেই মুখ পুড়েছে যোগী সরকারের শিক্ষা দফতরের। এছাড়াও দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছিল যোগী সরকারের শিক্ষা ব্যবস্থার আসল রূপ। সেখানে দেখা গিয়েছিল শুধুমাত্র পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা কড়াকড়ি করার কারণে রেকর্ড ছাত্রছাত্রী পরীক্ষা দেয়নি বলে খবর। আর বিষয়টি সামনে আসতেই মাথা নিচু হয় যোগী সরকারের (Yogi Govt)। ফের এমন ঘটনায় নতুন করে বিপাকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমন ঘটনার পর একেবারেই চুপ করে নেই বিরোধীরা। তাঁদের অভিযোগ, অন্য রাজ্যে না তাকিয়ে নিজের রাজ্যের উন্নয়নে আগে মন দিন যোগী। লেখাপড়া থেকে শুরু করে নারী সুরক্ষা উত্তর প্রদেশে সবকিছুই এখন প্রশ্নের মুখে।

সূত্রের খবর, বৃহস্পতিবার পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই দ্বাদশ শ্রেণির অঙ্ক এবং জীববিদ্যার প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে আগরায় ‘অল প্রিন্সিপালস আগরা’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই প্রশ্নপ্রত্র ছড়িয়ে পড়ে। এদিকে প্রশ্নপ্রত্র ফাঁসের ঘটনা সামনে আসতেই নিজেদের ব্যর্থতার দায় ঢাকতে আগরার ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অফ স্কুলস দীনেশ কুমার পুলিশের দবারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি ফতেপুর সিক্রিতে একটি এফআইআরও দায়ের করা হয়। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি চালান একটি কলেজের অধ্যক্ষের পুত্র। তাঁর বিরুদ্ধেই উঠেছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ।

ইতিমধ্যে বিষয়টি তড়িঘড়ি ধামাচাপা দিতে যোগীর শিক্ষা দফতর একটি কমিটি গঠন করেছে। শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিক জানিয়েছেন যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। এদিকে পুলিশ কনস্টেবলের চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর থেকেই অস্বস্তিতে যোগী সরকার। পরে তড়িঘড়ি সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। গত ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি পরীক্ষা হয়েছিল। তবে কনস্টেবলের পরীক্ষা বতিল হয়ে যাওয়ায় রাজ্য জুড়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেছেন চাকরিপ্রার্থীরা।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version