Wednesday, May 7, 2025

২০ মার্চ বসিরহাটে জনসভা করবেন অভিষেক! সারা মাস জুড়ে ঠাসা কর্মসূচি!

Date:

লক্ষ্য লোকসভা নির্বাচন। তার আগে আগামী ১০ মার্চ ব্রিগেড সমাবেশ করবে তৃণমূল। যার পোশাকি নাম “জনগর্জন” সভা। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেকের সেনাপতিত্বে এই ব্রিগেড সমাবেশ থেকেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে দেবে দেবে তৃণমূল। সেই মঞ্চ থেকে দলকে নির্বাচনী ময়দানে নামিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ‌্যায়। তার পরই জেলায় জেলায় প্রচার অভিযানে নেমে পড়ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়।

লোকসভার আগে ১০০ দিনের কাজ ও আবাস যোজনার বঞ্চিত মানুষের কাছে পৌঁছে যেতে চান অভিষেক। ব্রিগেডের পরই উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্য চষে ফেলবেন তিনি। গোটা মার্চ মাস জুড়ে ঠাসা কর্মসূচি রয়েছে অভিষেকের। শনিবার তৃণমূলের তরফে সেই তালিকা প্রকাশ করা হয়েছে।

‘জমিদারি হঠাও, বাংলা বাঁচাও’– এই স্লোগানকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রচার অভিযান সাজানো হয়েছে। তার সার্বিক নকশাও চূড়ান্ত ।

১৪ মার্চ থেকে জেলা সফর শুরু করবেন অভিষেক। প্রথমদিন তাঁর জনসভা উত্তরের জেলা জলপাইগুড়িতে। এরপর ১৬ মার্চ পশ্চিম মেদনীপুরের নারায়ণগড়ে জনসভা করবেন অভিষেক। ১৮ মার্চ ফের উত্তরের জেলা দক্ষিণ দিনাজপুরে যাবেন অভিষেক। সেখানে গঙ্গারামপুর স্টেডিয়ামে জনসভা করবেন অভিষেক। ২০ মার্চ বসিরহাটে সভা অভিষেকের। সন্দেশখালি কাণ্ডের পর যা খুব তাৎপর্যপূর্ণ। কারণ, বসিরহাট লোকসভার মধ্যেও সন্দেশখালি। এরপর ২২ মার্চ পূর্ব বর্ধমানে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপাতত এই সূচি জানানো হয়েছে।

আরও পড়ুন – প্রধানমন্ত্রীর সভার কারণে চূড়ান্ত হয়রানি নিত্যযাত্রীদের! শনিবার সকাল থেকেই নদিয়ায় উধাও বাস

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version