Tuesday, May 6, 2025

গত বছরের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে নিজের বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন আনহেল দি মারিয়া। জানান, কোপা আমেরিকার পরই তিনি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখবেন। ইনস্টাগ্রামে নিজের বিদায় নিয়ে দি মারিয়া লিখেছিলেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব।’

তিনি কোপার পর বিদায়ের কথা বললেও আর্জেন্টিনা অবশ্য তাঁর জন্য প্যারিস অলিম্পিকের দুয়ার খোলা রাখার কথা জানিয়েছে। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে প্যারিস অলিম্পিকে না খেলার বিষয়টি নিশ্চিত করেন দি মারিয়া নিজেই।দি মারিয়া বলেছিলেন, ‘কোপা আমেরিকাতেই আমার শেষ।’ এ কথার মধ্য দিয়ে প্যারিস অলিম্পিকে খেলার সম্ভাবনাও নাকচ করেন বিশ্বকাপজয়ী এই উইঙ্গার। এরপরও অবশ্য আশা ছাড়ছেন না তার ভক্তরা। তাঁদের প্রত্যাশা, শেষ পর্যন্ত দি মারিয়া হয়তো তাঁর সিদ্ধান্ত থেকে সরে এসে অলিম্পিকে খেলবেন।

তাকে যাঁরা খেলা চালিয়ে যেতে দেখতে চান, তাঁদের দলে যোগ দিয়েছে তাঁর ১১ বছর বয়সী বড় মেয়ে মিয়া দি মারিয়াও। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে এই দাবি করেছে মিয়া। সেখানে দেখা যায়, দি মারিয়ার ছবি দেওয়া একটি পোস্টার। যার শিরোনামে লেখা ‘দ্য লাস্ট ডান্স’। এই ছবির সঙ্গে মিয়া ক্যাপশন লিখেছে, ‘যেয়ো না।’ এ ক্যাপশনের সঙ্গে দুটি ইমোজিও জুড়ে দিয়েছে মিয়া। একটি হচ্ছে চিন্তিত মুখের ছবি এবং অন্যটি হচ্ছে আর্জেন্টিনার পতাকা।

মেয়ের ফিরে আসার ডাকে সরাসরি কোনও উত্তর না দিলেও সেই পোস্ট দি মারিয়া নিজের স্টোরিতে শেয়ার করেছেন। যেখানে হৃদয়ের বড় একটি ইমোজি জুড়ে দিয়েছেন বর্তমানে বেনফিকায় খেলা এই ফুটবলার। তাঁর এমন উত্তর অবশ্য কৌতূহলী করে তুলেছে আর্জেন্টিনা ও দি মারিয়ার ভক্তদের। মেয়ের ডাকে সাড়া দিয়ে শেষ পর্যন্ত তিনি তাঁর ক্যারিয়ারকে কোপা আমেরিকা পেরিয়ে অলিম্পিকে নিয়ে যাবেন কি না, সেটাই এখন দেখার।

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version