Tuesday, May 6, 2025

কেন্দ্রীয় বাহিনীর ঠেলায় বন্ধ স্কুল, কমিশনকে চিঠি দেবেন শিক্ষামন্ত্রী!

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) দিন ঘোষণা হয়নি, অথচ তার আগেই কেন্দ্রের খামখেয়ালিপনায় শিকেয় উঠেছে শিক্ষা। আনুষ্ঠানিকভাবে ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর (CRPF)আসা শুরু হয়েছে। শুক্রবার রাজ্যে এসেছে ১০০ কোম্পানি আধা সেনা। আর এর জেরেই বন্ধ করা হচ্ছে শহরের বেশ কিছু স্কুল (School)। মোদি সরকারের (Modi Government)সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন বাংলার পড়ুয়ারা। গোটা ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী (Education Minister)বলেন, “এখনও ভোটের দিন ঘোষণা হয়নি। এত তাড়াহুড়ো কীসের বুঝতে পারছি না।”

কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা হওয়ায় পঠনপাঠন বন্ধ হয়েছে আনন্দপুর, মেটিয়াবুরুজ, যাদবপুর, তিলজলার একাধিক স্কুলে। কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য স্থানীয় থানার নোটিশে উত্তর কলকাতার অন্যতম নামজাদা বেথুন স্কুলে (Bethun School)অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন বন্ধ করতে বাধ্য হয়েছে অ্যাকাডেমিক কর্তৃপক্ষ। নবম ও দশম শ্রেণিতে অর্ধেক ক্লাস হচ্ছে। শনিবার কোনওমতে একটি পরীক্ষা নেওয়া গেলেও আগামিতে ক্লাস চালানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বেথুনের (Bethune Collegiate School)প্রধান শিক্ষিকা শর্বরী ভট্টাচার্য গোটা বিষয়টি জানিয়ে শিক্ষা দফতরকে (Education Department)চিঠি দিয়েছে। কেন্দ্রের আচরণে ক্ষুব্ধ ব্রাত্য বসু (Bratya Basu)জানিয়েছেন, শুধু কলকাতার স্কুল নয়, রাজ্যের আরও নানান প্রান্তে দফায় দফায় আসছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সেখানেও স্কুলগুলিতে পঠনপাঠনে সমস্যা তৈরি হচ্ছে। এভাবে পড়াশোনা বন্ধ হলে, প্রয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি লেখার কথাও জানান তিনি। কেন্দ্রীয় বাহিনী থাকার বিষয়টি সম্পর্কে কেন্দ্রের তরফে মধ্যশিক্ষা পর্ষদকে কিছুই জানানো হয়নি। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় স্পষ্টভাবে জানান, মার্চের প্রথম দিন থেকেই যদি এভাবে স্কুল নিয়ে নেওয়া হয় তাহলে পঠনপাঠনে ভীষণ সমস্যা হবে। এ নিয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।


Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version