Saturday, May 3, 2025

মহানগরীর বাসিন্দাদের জন্য সুখবর। এবার থেকে আর কলকাতা পুরসভার (KMC)সংযুক্ত এলাকায় পানীয় জলের লাইনে ফেরুল পরিষ্কার করার জন্য আর কোনও ফি দিতে হবে না। শনিবার পুরভবনে টক টু মেয়র (talk to mayor)কর্মসূচীর শেষে সাংবাদিক সম্মেলনে এমনটাই ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। একবছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সময় থাকতেই তা পূরণ করলেন। এবার থেকে কলকাতা পুরসভার অন্তর্গত ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ড অঞ্চলে পানীয় জল সরবরাহের লাইনে ফেরুল পরিষ্কারের জন্য কোনও ফি নেওয়া হয় না।

কলকাতার সংযুক্ত এলাকায় এই কাজের জন্য ন্যূনতম ১০০ টাকা ফি নেওয়া হত। সদ্য পাশ হওয়া পুর-বাজেটে সেই ফি বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছিল। কিন্তু এদিন মেয়র ফিরহাদ হাকিম জানান, পুর-বাজেটে ফেরুল পরিষ্কারে যে ফি বৃদ্ধির কথা রয়েছে তাতে সংশোধন হবে। তাঁর কথায় কলকাতা একটাই। এখানে সংযুক্ত এলাকা বলে কিছু নেই। পরে যোগ হওয়া অঞ্চলও কলকাতারই অংশ। তাই এখানে সবার জন্যই একই নিয়ম। মহানাগরিক বলেন, ‘কলকাতার কোথাও পানীয় জলের লাইনে ফেরুল পরিষ্কারের জন্য আমাদের নিজস্ব গ্যাং রয়েছে। কিন্তু কিছু কিছু সংযুক্ত এলাকায় এতদিন আমাদের লোকবল কম ছিল বলে ঠিকাদারদের দিয়ে ওই কাজ করাতে হত। কিন্তু এখন কলকাতা পুরসভার অন্তর্গত কোনও এলাকা থেকে এই কাজের জন্য কোনওরকম আলাদা ফি নেওয়া হবে না।’ মূলত কলকাতা পুরসভার সঙ্গে পরে সংযোজিত যাদবপুর, বেহালা, গার্ডেনরিচ ও জোকা অঞ্চলের ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডে এতদিন এই আলাদা ফি নেওয়া হত।এখন সবার জন্যই এক নিয়ম প্রযোজ্য।


Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version