Wednesday, January 14, 2026

ভরাডুবি বুঝেই কুৎসা ছড়াচ্ছেন মোদি! প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা তোপ দাগলেন কুণাল

Date:

Share post:

বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর দুদিনের সফর ও মন্তব্য নিয়ে তোপ দাগলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার, কৃষ্ণনগরের সভায় রাজ্যের শাসকদলকে নিশানা করেন মোদি। তার কিছুক্ষণ পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাঁকে ধুয়ে দেন কুণাল। তাঁর কথায়, CAA-র কুমিরছানা দেখিয়ে বাংলায় কুৎসার রাজনীতি করেছেন প্রধানমন্ত্রী।

কুণাল ঘোষের (Kunal Ghosh) মতে, মানুষের প্রাথমিক চাহিদা খাদ্য-বস্ত্র-বাসস্থানের বিষয়ে কোনও দিশা দেখাতে পারছেন না মোদি। দিশাহীন ভাষণে শুধু বাংলা নিয়ে কুৎসা ছড়াচ্ছেন। ১০০ দিনের কাজ করিয়ে বাংলার গরিব মানুষকে বঞ্চনা করেছে কেন্দ্র। কেন? সে বিষয়ে কোনও কৈফিয়ত দেননি মোদি। আবাস যোজনার টাকা নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। প্রধানমন্ত্রীর সফরে সময় বেশ কিছু প্রশ্ন তুলেছে তৃণমূল। কিন্তু সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা হয়নি মোদির। ১০০ দিনের কাজে সারাভারতে প্রথম রয়েছে পশ্চিমবঙ্গ। একের পর প্রকল্পে দেশের সেরার তালিকায় রয়েছে বাংলার নাম। অথচ কেন্দ্রীয় প্রকল্পের টাকায় তাকেই বঞ্চিত করছে মোদি সরকার। টাকা না দেওয়া নিয়ে বাংলার মানুষকে কেন কৈফিয়ৎ দিচ্ছেন না প্রধানমন্ত্রী!

প্রাক্তন সাংসদ কুণালের কথায়, নরেন্দ্র মোদিরা স্পষ্ট জানেন লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবি হবে। মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গে এঁটে উঠতে না পেরে কুৎসা ছড়াচ্ছে গেরুয়া শিবির। কিন্তু উন্নয়নের পাল্টা প্রতিহিংসার রাজধানীতে ভরা ডুবি হবে। তোপ দেগে কুণাল বলেন, সন্দেশখালি নিয়ে এত কথা বলছেন মোদি, অথচ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটে বিলকিস বানুর ধর্ষকদের গেট খুলে ছেড়ে দিয়েছিল বিজেপি- সেকথা তাঁর মনে পড়ল না! উন্নাও, হাথরসের কথা মনে পড়ে না! এতদিন হল প্রধানমন্ত্রী মনিপুরে গেলেন না। অথচ বাংলায় এসে হিংসা ছাড়াচ্ছেন- অভিযোগ কুণালের।




spot_img

Related articles

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...

অর্ঘ্য সেনের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যুতে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর 

বাংলার সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন। বুধের সকালে প্রয়াত কিংবদন্তি শিল্পী অর্ঘ্য সেন (Arghya Sen)। ৯০ বছর বয়সে রবীন্দ্র সংগীত...

কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন, মামলা দায়ের পুলিশে 

চলতি সপ্তাহেই তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল...

বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire...