Friday, January 9, 2026

৩ দিনের মধ্যে চাইতে হবে ক্ষমা! খাড়গে-রমেশকে আইনি নোটিশ পাঠালেন গড়কড়ি

Date:

Share post:

ভাইরাল ভিডিও ক্লিপ নিয়ে বেশ বেকায়দায় কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি (Nitin Gadkari)। এবার সেই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় (Social Media) ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ পোস্ট করার অভিযোগে পাল্টা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) এবং মুখপাত্র জয়রাম রমেশকে (Jairam Ramesh) আইনি নোটিশ (Legal Notice) পাঠালেন মোদির মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী। আইনি নোটিশে স্পষ্ট অভিযোগ, কংগ্রেসের দলীয় সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকাশ করা ১৯ সেকেন্ডের ওই ভিডিয়ো ক্লিপটি গড়কড়ির পক্ষে অবমাননাকর। আর সেকারণে তাঁদের জবাবদিহির পাশাপাশি ওই পোস্ট অবিলম্বে ডিলিট করার কথা বলা হয়েছে। ওই ভিডিয়ো ক্লিপটিতে কেন্দ্রীয় মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘‘গ্রাম দরিদ্র। শ্রমিক এবং কৃষকরা অসুখী। গ্রামে ভালো রাস্তা নেই, পানীয় জল নেই, ভালো হাসপাতাল নেই, ভালো স্কুল নেই!’’ আর সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে জোর বিতর্ক।

এদিকে ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, একটি নিউজ পোর্টালে কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া সাক্ষাৎকার থেকে ১৯ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপ তৈরি করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ভিডিয়ো ক্লিপটিতে কথোপকথনের প্রসঙ্গ এবং আসল অর্থ বিকৃত করা হয়েছে। পাশাপাশি বিভ্রান্তি তৈরি-সহ সম্মানহানির উদ্দেশেই ওই অর্থহীন ভিডিয়ো ক্লিপ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ গড়কড়ির আইনজীবীর। তিনি আইনি নোটিশে স্পষ্ট অভিযোগ করেছেন তিন দিনের মধ্যে ক্ষমা না চাইলে খাড়গে, জয়রামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...