জামনগরে জমজমাট অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রি- ওয়েডিং সেরেমনি (Anant Ambani and Radhika Merchant’s pre-wedding ceremony)। হেভিওয়েট তারকাদের উপস্থিতিতে উৎসবের আমেজে মেতে উঠেছে আম্বানি পরিবার। বলি থেকে হলি, বিনোদন থেকে ক্রীড়া, শিল্প থেকে প্রযুক্তি- সব জগতের তারকারাই হাজির। কিন্তু এর মাঝেই তাল কাটল শুক্রবার সন্ধ্যায়। অনুষ্ঠান করতে গিয়ে এ কী কাণ্ড ঘটল রিহানার (Rihanna)সঙ্গে? দেশ বিদেশের অতিথিদের মাঝে আচমকাই জামা ছিঁড়ে গেল হলিউড সঙ্গীত শিল্পীর! পারফরম্যান্সের মাঝে হঠাৎই হাতের নীচে দিকের পোশাক ছিঁড়ে যায় গায়িকার। যদিও তাতে আত্মবিশ্বাস টলেনি। ওই অবস্থাতেই মুকেশ- নীতার সঙ্গে অনুষ্ঠান জমিয়ে দিলেন পপ তারকা।

অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানের পয়লা দিনে বড় চমক ছিল রিহানার (Rihanna) পারফরম্যান্স। সন্ধের মজলিশ একেবারে জমে উঠেছিল পপ গায়িকার পরিবেশনায়। ‘ডায়মন্ড’, ‘রুড বয়’, ‘পোওর ইট আপ’ গান গাইতে গাইতে মঞ্চে নীতা-মুকেশকে ডেকে নাচ শুরু করতেই বিপত্তি! ছিঁড়ে যায় গায়িকার সবুজ বডিকন শিমারি গাউন। অবশ্য তিনি ব্যাপারটা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গেই সামাল দেন। সূত্রের খবর পপ গায়িকা প্রায় ৭৪ কোটি টাকা নিয়েছেন এই পারফরম্যান্সের জন্য।
