ফের রাজ্য পুলিশের উচ্চপদে রদবদল। IPS স্তরে রদবদল করল রাজ্য সরকার।

- ADG উত্তরবঙ্গ অজয় কুমারকে রাজ্য পুলিশের (Police) এডিজি সদর করা হল।
- ADG সদরকে জয়রমনকে ফরেনসিক সাইন্স ল্যাবরেটরির অধিকর্তা করা হল।
- ADG (আধুনিকীকরণ এবং সমন্বয়) রাজেশ কুমারকে রাজ্য পুলিশের এডিজি ট্রাফিক করা হল।
শনিবার, রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।